এর আগেও একাধিকবার প্লাসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্লাস্টিক সাপ্লাই করছিল তারা। এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘এই নিষিদ্ধ প্ল্যাস্টিকের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে। এর আগেও বহু জায়গায় অভিযান চালিয়ে অনেক প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান আরও চলবে। শহরকে প্লাস্টিক ফ্রি শহর গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’ একই সঙ্গে তিনি জানান, ‘শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষদেরও এই প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, তবেই আমরা প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে পারব।’ তাই শহরবাসীকে প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌরসভা এর জন্য প্রচার এবং শহর জুড়ে হোর্ডিং টাঙ্গিয়েছে বহুবার। এতেও পরিস্থিতির উন্নতি না-হলে পৌরনিগম জরিমানা করার পথেও হেঁটেছে। তারপরেও কমছে না এই প্লাস্টিকের ব্যবহার। তবে প্লাস্টিক বন্ধ করতে মাঝে মাঝেই এমন অভিযান চালাবে পুর নিগম বলে সূত্রের খবর। এই কাজ সকলের ভাল থাকার জন্যই হচ্ছে। কিছু মানুষের নির্বুদ্ধিতার জন্য বাকিদের ভুগতে দেওয়া হবে না বলেই দাবি করেন পুর কর্তারা। সম্প্রতি এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে ও প্লাস্টিকের পলিথিন ব্যাগ বর্জন করার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পৌরনিগম। তারা আশাবাদী যে খুব তাড়াতাড়ি শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে পারবে।
অনির্বাণ রায়