TRENDING:

Siliguri News: গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা! শিলিগুড়িতে প্লাস্টিক ব্যান করতে নতুন পদক্ষেপ কর্পোরেশনের

Last Updated:

নিষিদ্ধ প্ল্যাস্টিকের বিরুদ্ধে পুর নিগমের লাগাতার অভিযান চলছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শহর শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।পৌরনিগম ও পরিবেশবিদদের তরফ থেকে প্লাস্টিকের তৈরি ব্যাগের ব্যবহার পরিত্যাগ করার অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষকে। তবু কোথাও রয়ে গিয়েছে উদাসীনতা ও সঠিক নজরদারির প্রক্রিয়া। ফলে দিব্যি চলছে প্লাস্টিকের ব্যবহার। সম্প্রতি অভিযান চালিয়ে এক গাড়ি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করেছে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা। শিলিগুড়ির নয়াবাজারে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ ক্যারিব্যাগ উদ্ধার করা হয়। আধিকারিকেরা জানিয়েছেন, কয়েক কুইন্ট্যাল নিষিদ্ধ ক্যারিব্যাগ উদ্ধার করেছেন আধিকারিকেরা।
advertisement

এর আগেও একাধিকবার প্লাসিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্লাস্টিক সাপ্লাই করছিল তারা। এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘এই নিষিদ্ধ প্ল্যাস্টিকের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে। এর আগেও বহু জায়গায় অভিযান চালিয়ে অনেক প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান আরও চলবে। শহরকে প্লাস্টিক ফ্রি শহর গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’ একই সঙ্গে তিনি জানান, ‘শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষদেরও এই প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, তবেই আমরা প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে পারব।’ তাই শহরবাসীকে প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মাঝেই নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘুরছে স্নিফার ডগ, পুলিশে পুলিশে ছয়লাপ! হলটা কি?

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

পৌরসভা এর জন্য প্রচার এবং শহর জুড়ে হোর্ডিং টাঙ্গিয়েছে বহুবার। এতেও পরিস্থিতির উন্নতি না-হলে পৌরনিগম জরিমানা করার পথেও হেঁটেছে। তারপরেও কমছে না এই প্লাস্টিকের ব্যবহার। তবে প্লাস্টিক বন্ধ করতে মাঝে মাঝেই এমন অভিযান চালাবে পুর নিগম বলে সূত্রের খবর। এই কাজ সকলের ভাল থাকার জন্যই হচ্ছে। কিছু মানুষের নির্বুদ্ধিতার জন্য বাকিদের ভুগতে দেওয়া হবে না বলেই দাবি করেন পুর কর্তারা। সম্প্রতি এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে ও প্লাস্টিকের পলিথিন ব্যাগ বর্জন করার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পৌরনিগম। তারা আশাবাদী যে খুব তাড়াতাড়ি শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা! শিলিগুড়িতে প্লাস্টিক ব্যান করতে নতুন পদক্ষেপ কর্পোরেশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল