বৃহস্পতিবার রাতে সরকারি কাজে ফেরার পথে মতিধর এলাকার বাগানসংলগ্ন রাস্তায় হঠাৎই গাড়ির হেডলাইটে ধরা পড়ে বড়সড় একটি ছায়া। গাড়ি থামিয়ে দেখেন, রাস্তার একদম সামনে দাঁড়িয়ে লেপার্ড। মুহূর্তে চমকে ওঠেন তিনি ও তাঁর সঙ্গে থাকা কর্মীরা। তবুও সাহস সঞ্চয় করে মোবাইল বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন সহকারী সভাধিপতি।
পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে—রাতের অন্ধকারে হেডলাইটের আলোয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে লেপার্ডটি, তারপর ধীরে ধীরে বাগানের ভেতর মিলিয়ে যায়। সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা জানান, “প্রথমবার এত কাছ থেকে লেপার্ড দেখলাম। স্বাভাবিকভাবেই একটু ভয় পেয়েছিলাম। তবে মুহূর্তটা একেবারে অবিশ্বাস্য ছিল।”
advertisement
আরও পড়ুন: ফল তো নয়, যেন সোনা! সঠিক পদ্ধতিতে ড্রাগন চাষ, রায়দিঘির গৃহবধূ মাসিক আয়ে তাক লাগাচ্ছেন এলাকায়
এলাকা জুড়ে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাসে চা বাগান ও সংলগ্ন গ্রামাঞ্চলে লেপার্ড দেখা যাওয়ার ঘটনা বেড়েছে। বন দফতরেরও নজর রয়েছে ঘটনায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও কয়েক সপ্তাহ আগেই শিলিগুড়িতে একটি লেপার্ডের হানার ঘটনা ঘটেছিল। এক যুবক যখন বাথরুমে যান তখন তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল একটি লেপার্ড। স্বাভাবিকভাবেই নতুন করে লেপার্ডের দেখা মেলায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তারা বন দফতরের কাছে আবেদন জানিয়েছেন, নজরদারি এমনভাবে করা দরকার যাতে এলাকার কারও ক্ষতি না হয়।





