এই পরিস্থিতিতে ভোটের ফল ঘোষণার আগেই সিপিএম নেতা অশোক ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন, প্রয়োজনে শিলিগুড়িতে পুরবোর্ড গড়তে কংগ্রেসের সমর্থন নিতেও পিছপা হবে না বামেরা৷ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী যে বামেদের পাশে দাঁড়াতে কংগ্রেস তৈরি, তা স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও৷
আরও পড়ুন: বাংলায় ৪ পুর নিগমের ফলাফল, কিন্তু আজই আরও বড় পরীক্ষায় নামছে তৃণমূল
advertisement
২০১৫ সালের শেষ পুরভোটেও নির্দলের সমর্থন নিয়ে শিলিগুড়িতে বোর্ড গড়েছিল সিপিএম৷ মেয়র হয়েছিলেন অশোক ভট্টাচার্য৷ এবারেও অশোক ভট্টাচার্যকে সামনে রেখেই ভাল ফলের আশায় রয়েছে বামেরা৷ বিশেষত কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতে শিলিগুড়িতে আরও উদ্বুদ্ধ বামেরা৷
আরও পড়ুন: তৈরি হেলিপ্যাড, একাধিক কর্মসূচি নিয়ে সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে অবশ্য এবার শিলিগুড়ি দখলের স্বপ্ন দেখছে বিজেপি৷ কারণ, বিধানসভা ভোটের ফল অনুযায়ী শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৬টিতেই এগিয়ে ছিল বিজেপি৷ তৃণমূল এগিয়ে ছিল দশটি ওয়ার্ডে৷ মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে ছিল বামেরা৷
তবে বিধানসভার ভোটের ফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা গৌতম দেব৷ বিধানসভা নির্বাচনে নিজে হেরে যাওয়ার পর পুরভোটে শিলিগুড়িতে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসা তাঁর সামনেও বড় পরীক্ষা৷ গণনার দিন সকালে গৌতমবাবুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'আমরাই জিতব৷' যদিও কতগুলি ওয়ার্ডে তাঁরা জেতার আশা করছেন, সে সম্পর্কে কিছু বলতে চাননি তৃণমূল নেতা৷ ঘটনাচক্রে আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর উপস্থিতিতে তৃণমূল শিলিগুড়ি দখল করতে পারে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷