আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! কমছে টয় ট্রেন ও জয় রাইডের ভাড়া, হবে সামার ফেস্টিভ্যাল
দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটা শুধুই প্রাথমিক অনুমান। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার সময় আগুন লাগার বিষয়টি প্রথম লক্ষ্য করেন সেই কারখানার দায়িত্বে থাকা গার্ড। তিনি দ্রুত দমকলে খবর দেন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে আগুনের লেলিহান শিখায় কারখানার প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। কার্টন ও প্লাস্টিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে জল ছেটানো হয়। কিন্তু কারখানায় সবকিছু ভীষণ কাছাকাছি রাখা ছিল এবং প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড দিয়ে ঘেরা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে জল ঢেলেও লাভ খুব একটা হয়নি। পরে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন বাগে আনে।
advertisement
অন্যদিকে, গতকাল রাতে ধূপগুড়িতে ঘটে যায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। বুধবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ধুপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ৪ জন। জানা গিয়েছে, অসম থেকে একটি দশ চাকার গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল, উলটো দিক থেকে আরেকটি লরি রাজস্থান থেকে অসমের পথে যাচ্ছিল।ধূপগুড়ির ওভারব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লরি দুটির। দুর্ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
Vaskar Chakraborty