Bangla news : গানের সুর ধরেই প্রেমে পড়েছিলেন! কিন্তু বিয়ের পরে উধাও স্বামী, প্ল্যাকার্ড হাতে রাস্তায় স্ত্রী

Last Updated:

Bangla news : পুলিশ সূত্রে খবর পান, জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি থেকে গয়েরকাটার মাঝে দেখা গিয়েছে মোবাইলের শেষ লোকেশন।

গানের সুর ধরেই প্রেমে পড়েছিলেন! কিন্তু বিয়ের পরে উধাও স্বামী, প্ল্যাকার্ড হাতে রাস্তায় স্ত্রী
গানের সুর ধরেই প্রেমে পড়েছিলেন! কিন্তু বিয়ের পরে উধাও স্বামী, প্ল্যাকার্ড হাতে রাস্তায় স্ত্রী
#জলপাইগুড়ি: বন্ধুত্ব-পরিচয়-প্রেম, এরপর শুভ পরিণয়! কিন্তু হঠাৎ ঘটল আজব জিনিস। প্রেমে পড়লে পর প্রেমিক প্রেমিকারা চায় সেই প্রেমকে পরিণতি দিতে। পরিবারের সামনে চার হাত এক করতে। কিন্তু এ যেন এক অন্যরকম ঘটনা। টানা এক বছর অনলাইনে চুটিয়ে প্রেম, বছর খানেক প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত। শেষ মেশ গতবছরের অগাস্টে দুজনের দেখা এবং কালীঘাটে গিয়ে মালা বদল করে বিয়ে। কলকাতার পার্কসার্কাসে শুরু হয় নতুন জীবন, শুরু হয় সংসার। কিন্তু একবছরের প্রেমের বিয়ে শেষ পর্যন্ত টিকল না ছয় মাসও। চলতি মাসের ১১ তারিখ থেকে হঠাৎ উধাও স্বামী সুভাষচন্দ্র দাস।
স্বামীর খোঁজে কলকাতার তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পিঙ্কি সাহা। পুলিশ সূত্রে খবর পান, জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি থেকে গয়েরকাটার মাঝে দেখা গিয়েছে মোবাইলের শেষ লোকেশন। সেই সূত্র ধরেই এক সপ্তাহ যাবৎ ধূপগুড়িতে ঘাঁটি গেড়ে স্বামীকে খুঁজে চলেছেন তরুণী।
advertisement
advertisement
বাংলায় এমএ, বিএড এই তরুণীর বাড়ি কলকাতার বিধাননগরে। ফেসবুকে পরিচয়ের পরে একটি অনলাইন গানের অ্যাপের মাধ্যমে সুরে সুর মিলে যায় দুজনের। এরপরেই বিয়ে আর তারপর এই ঘটনা বলে জানিয়েছেন অসহায় পিঙ্কি দেবী।
নিরুদ্দেশ হয়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে আনতে পোস্টার হাতে নিয়ে ধূপগুড়িতে (Jalpaiguri) হন্য হয়ে ঘুরছেন সেই তরুণী। লকডাউনের সময় থেকেই এভাবে কথোপকথন চলত উভয়ের মধ্যে। এরপর শুভ পরিণতি। কিন্তু মাস ছয়েকের মধ্যে বর এভাবে উধাও হয়ে যেতে পারেন, তা কল্পনাও করেননি তরুণী। কোনও উপায় না দেখে নিজের স্বামীকে ফেরাতে ধূপগুড়িতে হন্য হয়ে ঘুরছেন পিঙ্কি। আশা রাখছেন, আবার যদি দেখা হয় বরের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla news : গানের সুর ধরেই প্রেমে পড়েছিলেন! কিন্তু বিয়ের পরে উধাও স্বামী, প্ল্যাকার্ড হাতে রাস্তায় স্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement