Crocodile found in Nandigram: মাছ ধরতে জাল ফেলেছিলেন নন্দীগ্রামের মৎস্যজীবী, উঠে এলো আস্ত কুমির!

Last Updated:
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের (Nandigram) কাটাখালি খাল থেকে কুমির ধরা পড়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
1/6
মাছ ধরার জন্য স্থানীয় খালে জাল ফেলেছিলেন মৎস্যজীবী৷ হঠাৎই অস্বাভাবিক ভারী কিছুর টান পড়ে জালে৷ জাল তুলতেই চোখ ছানাবড়া নন্দীগ্রামের মৎস্যজীবী বিশ্বজিৎ ধাপড়ের৷ কারণ তাঁর জালে মাছের বদলে ধরা পড়ে হৃষ্টপুষ্ট একটি কুমির!
মাছ ধরার জন্য স্থানীয় খালে জাল ফেলেছিলেন মৎস্যজীবী৷ হঠাৎই অস্বাভাবিক ভারী কিছুর টান পড়ে জালে৷ জাল তুলতেই চোখ ছানাবড়া নন্দীগ্রামের মৎস্যজীবী বিশ্বজিৎ ধাপড়ের৷ কারণ তাঁর জালে মাছের বদলে ধরা পড়ে হৃষ্টপুষ্ট একটি কুমির!
advertisement
2/6
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের কাটাখালি খাল থেকে কুমির ধরা পড়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরে কুমিরটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন মৎস্যজীবীরা৷
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের কাটাখালি খাল থেকে কুমির ধরা পড়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরে কুমিরটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন মৎস্যজীবীরা৷
advertisement
3/6
হলদি কিংবা হুগলি নদীর প্রবল স্রোতে  কুমির থাকা সম্ভব নয়। সেখানে নদীপথ পেরিয়ে কীভাবে নন্দীগ্রামের খালে ঢুকলো কুমিরটি, তা নিয়ে ধন্দে পড়েছেন সবাই৷ অবাক বন দফতরের আধিকারিকরাও৷
হলদি কিংবা হুগলি নদীর প্রবল স্রোতে কুমির থাকা সম্ভব নয়। সেখানে নদীপথ পেরিয়ে কীভাবে নন্দীগ্রামের খালে ঢুকলো কুমিরটি, তা নিয়ে ধন্দে পড়েছেন সবাই৷ অবাক বন দফতরের আধিকারিকরাও৷
advertisement
4/6
 বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান, ইয়াস ঝড়ের সময় দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন এলাকার কুমির প্রকল্পের অনেকগুলি কুমির ছানা ভেসে গিয়েছিল৷ ধরা পড়া কুমিরটি তার মধ্যে একটি হতে পারে বলে মনে করা হচ্ছে৷
বন দফতরের কর্তাদের প্রাথমিক অনুমান, ইয়াস ঝড়ের সময় দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন এলাকার কুমির প্রকল্পের অনেকগুলি কুমির ছানা ভেসে গিয়েছিল৷ ধরা পড়া কুমিরটি তার মধ্যে একটি হতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
5/6
বিশ্বজিৎ ধাপড় নামে এই মৎস্যজীবী জীবন বাজি রেখে কুমিরটিকে ধরতে সক্ষম হওয়ায় তাঁর প্রশংসা করছেন প্রত্যেকেই। তবে তাঁর মাছ ধরার জালটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।
বিশ্বজিৎ ধাপড় নামে এই মৎস্যজীবী জীবন বাজি রেখে কুমিরটিকে ধরতে সক্ষম হওয়ায় তাঁর প্রশংসা করছেন প্রত্যেকেই। তবে তাঁর মাছ ধরার জালটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
6/6
সাধারণত রাজনৈতিক ঘটনাবলীর জন্যই সংবাদ শিরোনামে থাকে নন্দীগ্রাম৷ কিন্তু এ দিন সকাল থেকে বিরাটাকার কুমিরকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে হইহই কাণ্ড৷
সাধারণত রাজনৈতিক ঘটনাবলীর জন্যই সংবাদ শিরোনামে থাকে নন্দীগ্রাম৷ কিন্তু এ দিন সকাল থেকে বিরাটাকার কুমিরকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে হইহই কাণ্ড৷
advertisement
advertisement
advertisement