অন্যদিকে কিছুটা দূরে জঙ্গলের ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্বামী তপন মণ্ডলের (৫০) দেহ। দম্পতির বাড়ি ভোলানাথ পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয়। এটি স্ত্রীকে খুন করে স্বামীর নিজেকে শেষ করে দেওয়া, নাকি দু’টিই খুন, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
advertisement
আরও পড়ুন : আলোর বন্যায় রূপ বদলেছে শহর, থিমে একের পর এক চমক! কাটোয়ায় কার্তিক লড়াইয়ের অপেক্ষায় দর্শনার্থীরা
দুই দেহের অবস্থান, সময় ও চিহ্ন দেখে বিভিন্ন দিক খতিয়ে দেখছে আশিঘর আউটপোস্টের তদন্তকারীরা। দম্পতির দেহ উদ্ধাোর করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন ময়নাতদন্ত হবে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইসঙ্গে অন্যান্য সব কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে দম্পতির পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত কোনও বিরোধ ছিল কি না, সব দিকই সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে রহস্য উদঘাটনে তৎপর ভক্তিনগর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেনদ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।






