শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সরাসরি এই ক্যাবে পৌঁছন সিকিমের গন্তব্যে। এ প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী সৌরভ চক্রবর্তী জানান ডিজিটাল মাধ্যমে এই অ্যাপ ক্যাব চালু হলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বর্তমানে সবাই ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে অভ্যস্ত। এই অনলাইন অ্যাপ চালু হলে একমাত্র অসাধু ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন।
advertisement
আরও পড়ুনঃ ৫ টাকা খরচ, ১ মিনিটে ঝকঝকে পরিষ্কার রান্নাঘর-বাথরুমের কলের ট্যাপ! ছোট্ট ম্যাজিকে রুপোর মতো ঝকমকে
তবে সরকারকে ভাবা উচিত একটি গ্রুপ আসলে সে ক্ষেত্রে স্থানীয় গাড়িচালকদের খুব বেশি সমস্যা হবে না তবে এক দুজনের জন্য একটা গাড়ি বুক করলে সেক্ষেত্রে গাড়িচালকদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। সমস্ত বিষয় ভেবে চিন্তে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সামার ভ্যাকেশন শুরু আগেই পাহাড়-সমতলে অ্যাপ ক্যাব চালুর সিদ্ধান্ত নিল সিকিমের পরিবহণ দফতর। ভাড়াও নির্দিষ্ট করে দিয়েছে সিকিম সরকার।
শুক্রবার সিকিম পরিবহণ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে লাক্সারি গাড়িতে গ্যাংটক ও শিলিগুড়ির ক্ষেত্রে আপ-ডাউন মিলিয়ে ভাড়া নির্দিষ্ট করা হয়েছে এক হাজার টাকা। সিকিমের এই সিদ্ধান্তে পর্যটক মহলে স্বস্তির হাওয়া নিয়ে এলেও চিন্তায় পড়েছেন সমতলের গাড়িচালক, পরিবহণ ব্যবসায়ীরা। মার্চথেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবেবলে ঘোষণা করেছে সিকিম প্রশাসন। গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুকিং করতে পারবেন পর্যটকরা। আবার সিকিমের যেকোনো জায়গা থেকে ফেরার পথেও গাড়ি ভাড়া করতে সিকিম সরকারের এই অ্যাপ সার্ভিসের সুবিধা নেওয়া যাবে।
সুজয় ঘোষ