TRENDING:

বিশেষভাবে সক্ষম! পা দিয়ে লেখেন রায়গঞ্জের শোভা ম্যাডাম

Last Updated:

North Dinajpur- আর পাঁচটা শিক্ষক-শিক্ষিকার মতো হাতে লিখে স্বাভাবিকভাবে পড়াশোনা করাতে না পারলেও, ‘শোভা ম্যাডাম’ আজ কচিকাঁচাদের কাছে অনুপ্রেরণা। এর পাশাপাশি সপ্তাহে একদিন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্ষমদের উত্তর দিনাজপুর শাখার যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে একটি বিনামূল্যে কোচিং ক্লাস করানো হয় সেখানেও শোভা ছাত্র-ছাত্রীদের কাছে এসে ক্লাস নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইচ্ছেশক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন রায়গঞ্জের শিক্ষিকা শোভা মজুমদার।
advertisement

অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার মহান কাজে ব্রতী হয়েছেন তিনি । যদিও হাত নয়, পা দিয়ে লিখে ছোটো ছোটো ছেলে-মেয়েদের জীবনের প্রথম পাঠ দিচ্ছেন তিনি।

আর পাঁচটা শিক্ষক-শিক্ষিকার মতো হাতে লিখে স্বাভাবিকভাবে পড়াশোনা করাতে না পারলেও, ‘শোভা ম্যাডাম’ আজ কচিকাঁচাদের কাছে অনুপ্রেরণা। এর পাশাপাশি সপ্তাহে একদিন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্ষমদের উত্তর দিনাজপুর শাখার যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে একটি বিনামূল্যে কোচিং ক্লাস করানো হয় সেখানেও শোভা ছাত্র-ছাত্রীদের কাছে এসে ক্লাস নেন।

advertisement

আরও পড়ুন- জিওর ৪৪৮-৪৪৯ টাকার প্ল্যানে মাত্র ১ টাকার পার্থক্য, তাতেই ফিচারে অবিশ্বাস্য বদল!

শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের গান নাচ সবকিছুই তিনি শেখান নিজের কায়দায়। জীবনধারণের কোনও কাজই ওই দুই হাত দিয়ে করতে পারেন না তিনি ৷ দু’টি হাত অক্ষম হয়ে যাওয়া শোভা কীভাবে লিখবেন, তা নিয়ে যখন পরিবারের সদস্যরা চিন্তিত তখন নিজেই নিজের দুই পা ব্যবহার করে লিখতে শুরু করেন।

advertisement

প্রথমদিকে অত্যন্ত কষ্ট হলেও, পরবর্তীকালে পায়ের সাহায্যে পড়াশোনার পাশাপাশি বাড়ির অন্যান্য কাজও করতে শুরু করেন শোভা৷ মায়ের চেষ্টা ও নিজের অক্লান্ত পরিশ্রমে একে একে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন সফলভাবে৷

সব বাধা পেরিয়ে ২০১১সালে রাঙ্গাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন তিনি ৷ স্কুলের চাকরির শুরুটা খুব একটা সুবিধার ছিল না তাঁর কাছে৷ অভিভাবকদের একাংশ শোভাদেবীর কর্মক্ষমতা নিয়ে চিন্তিত ছিলেন ৷ সেইসব চিন্তা দূর করেছেন তিনি ৷

advertisement

আরও পড়ুন- মোবাইল পরিষেবা বন্ধের ভয় দেখিয়ে ফোন? সাইবার প্রতারণা রুখতে নির্দেশিকা জারি

ভরসা জুগিয়েছেন স্কুলের সহ শিক্ষিকাদেরও ৷ অনুপ্রেরণা হয়েছেন ছাত্র-ছাত্রীদের কাছে ৷ পায়ে লিখেই কচিকাঁচাদের অ-আ-ক-খ শেখাচ্ছেন৷ স্কুলের পড়ুয়াদেরও পছন্দের শিক্ষিকা শোভা ম্যাডাম ৷

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশীষ বিশ্বাস বলেন ‘‘শোভা আমাদের ছাত্রী ছিল । শোভা কে যখন আমরা ছাত্রী হিসেবে পেয়েছিলাম তখনই আমরা খুবই বিস্মৃত হয়েছিলাম যে চোখের সামনে যেটা দেখছি সেটা কি সত্যি। শোভা পা দিয়ে লিখে এম এ পাস করেছে। সেখানে সে থেমে থাকে নি। আজকে ও একজন সফল শিক্ষিকা।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিশেষভাবে সক্ষম! পা দিয়ে লেখেন রায়গঞ্জের শোভা ম্যাডাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল