TRENDING:

Shivratri 2024: পুকুরের জলেই ঘটে অলৌকিক ঘটনা! শিব মন্দিরে কী ঘটে? জানলে অবাক হবেন

Last Updated:

Shivratri 2024: কী হয় এই পুকুরে? কেন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন? জানলে আপনিও যেতে চাইবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিব মন্দির গুলির মধ্যে অন্যতম শিলিগুড়ি সংলগ্ন চাঁদমনি চা বাগানের শিব মন্দির। সামনেই মহা শিবরাত্রি। এই অঞ্চলের মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য।শিলিগুড়ির মানুষ ছাড়াও ভিড় জমান তরাই, ডুয়ার্স ও পাহাড় থেকে আসা বহু মানুষ। কথিত আছে, এই মন্দিরের পুকুরের জল দিয়েই শিব ঠাকুরের অভিষেক করা হয়েছিল এখানে এবং এই পুকুরের দুটো মাছ ছিল যার নাকে নথ পরানো ছিল। এই পুকুরের জল এতটাই পবিত্র ছিল যে এখানে মানত করলে তাদের মনের ইচ্ছে পূর্ণ হতে বলে আজও মানুষের বিশ্বাস। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ ।
advertisement

শিলিগুড়িতে অবস্থিত শিব ঠাকুরের মন্দির গুলির মধ্যে অন্যতম এই মন্দির। মন্দিরকে আজও মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। দূর দুরন্ত থেকে আজও ভক্তরা এইখানে পুজো দিতে ছুটে আসে। মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্র বলেন, ” মন্দিরের পাশেই অবস্থিত পুকুরের জল দিয়ে এই মন্দিরের অভিষেক করা হয়েছিল। জল এতটাই পবিত্র মনে করা হত যে ভক্তরা এই জলে স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করে শিব লিঙ্গে জল ঢালত।” তিনি আরও জানান, বহুদূরান্ত থেকে ঋষি মুনিরা মহা শিবরাত্রির দিন এখানে এসে উপস্থিত হতেন ।আজও তাঁরা আসেন।

advertisement

আরও পড়ুন: বাড়িতে সন্ধেবেলা ধুনো জ্বালালে কী হয়? বহু জটিল রোগ দূর করবে এই ধুনো! চমকে যাবেন

শিব পুজোকে ঘিরে প্রতিবছর চারদিন ব্যাপি মেলার আয়োজন করা হয় থাকে এখানে। এবছর আবার কোভিডের পর বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পুজো চলাকালীন মন্দিরে ভক্তদের জন্য ভোগের ও আয়োজন করা হয় চার দিনই ভোগের ব্যবস্থা থাকে সকলের জন্য।মন্দিরের পুরোহিত সরোজ কুমার মিশ্র জানান, “এ বছর ফের বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও চার দিনব্যাপী এই মেলা চলবে। এ বছরও বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ!”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Shivratri 2024: পুকুরের জলেই ঘটে অলৌকিক ঘটনা! শিব মন্দিরে কী ঘটে? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল