শিলিগুড়িতে অবস্থিত শিব ঠাকুরের মন্দির গুলির মধ্যে অন্যতম এই মন্দির। মন্দিরকে আজও মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। দূর দুরন্ত থেকে আজও ভক্তরা এইখানে পুজো দিতে ছুটে আসে। মন্দিরের মুখ্য পুরোহিত সরোজ কুমার মিশ্র বলেন, ” মন্দিরের পাশেই অবস্থিত পুকুরের জল দিয়ে এই মন্দিরের অভিষেক করা হয়েছিল। জল এতটাই পবিত্র মনে করা হত যে ভক্তরা এই জলে স্নান করে তবেই মন্দিরে প্রবেশ করে শিব লিঙ্গে জল ঢালত।” তিনি আরও জানান, বহুদূরান্ত থেকে ঋষি মুনিরা মহা শিবরাত্রির দিন এখানে এসে উপস্থিত হতেন ।আজও তাঁরা আসেন।
advertisement
আরও পড়ুন: বাড়িতে সন্ধেবেলা ধুনো জ্বালালে কী হয়? বহু জটিল রোগ দূর করবে এই ধুনো! চমকে যাবেন
শিব পুজোকে ঘিরে প্রতিবছর চারদিন ব্যাপি মেলার আয়োজন করা হয় থাকে এখানে। এবছর আবার কোভিডের পর বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পুজো চলাকালীন মন্দিরে ভক্তদের জন্য ভোগের ও আয়োজন করা হয় চার দিনই ভোগের ব্যবস্থা থাকে সকলের জন্য।মন্দিরের পুরোহিত সরোজ কুমার মিশ্র জানান, “এ বছর ফের বড় আকারে মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরও চার দিনব্যাপী এই মেলা চলবে। এ বছরও বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ!”
অনির্বাণ রায়