গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকার বাসিন্দা শিক্ষক আলোক কুমার প্রামানিক। ২০১৪ সাল থেকে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। জেলার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষকতা করার পর বর্তমানে তিনি নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত। কয়েকমাস আগে রাজ্য সরকারের নিয়ম মেনে শিক্ষারত্ন সম্মানের জন্য আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে গত ৪ আগস্ট তাঁর হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: নল রাজার গড়ের নাম বদল! এখন থেকে কোচ মহারাজ নরনারায়ণের নামে পরিচিত হবে
এই সম্মান প্রাপ্তির বিষয়ে শিক্ষক আলোক কুমার প্রামানিক জানান, এই স্কুলের শিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে অবগত থেকে স্কুলকে উন্নয়নের দিশা দেখানোর জন্য সচেষ্ট ছিলেন। এই পুরস্কারের পরে নতুন করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও একাধিক পরিকল্পনার মাধ্যমে কাজ করে নিজেকে তাতে নিয়োজিত রাখার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গির প্রকোপ বাড়তেই গ্রামে গ্রামে এই মুদি দোকানদার যা শুরু করলেন… অবাক হবেন আপনিও
তবে শুধুমাত্র বিষয়মুখী শিক্ষাই নয়, ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। এই খবরে খুশির হাওয়া শিক্ষক ও শিক্ষার্থী মহলে। বিদ্যালয়ের প্রতি ভালবাসা ও ছাত্র-ছাত্রীদের পাঠ্যদানের জন্য শিক্ষক হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে শিক্ষক আলোক কুমার প্রামানিকের। তাঁর এই স্বীকৃতিপ্রাপ্তিতে খুশি সকলেই।