আজ, রবিবার থেকে আলিপুরদুয়ার জেলায় শুরু হল 'দিদির দূত কর্মসূচি। এদিন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চাপাতলি এলাকায় 'দিদির দূত' কর্মসূচি উপলক্ষে বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের চাপাতলি গ্রামে যান শান্তা ছেত্রী।
আরও পড়ুন- হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
advertisement
শান্তা দেবীর সঙ্গে এদিন জেলা ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি নেতৃত্বও ছিলেন। গ্রামে গিয়ে একেবারে ক্ষেতে নেমে যান শান্তা ছেত্রী। ফসলের ক্ষেতে গৌতম ঘোষ নামে এক কৃষক অভিযোগ করেন, নাম তাঁর দাদা সঞ্জীব ঘোষের নামে রেজিস্ট্রেশন থাকায় তিনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না।
বিভিন্ন জায়গায় ঘুরেও রেজিস্ট্রেশনে ডকুমেন্ট ঠিক করতে পারেননি তিনি। অভিযোগ শোনার সঙ্গে সঙ্গেই জেলার ডিস্ট্রিক ফুড কন্ট্রোলার প্রেসিকা মোক্তানকে ফোন করেন শান্তা ছেত্রী। তাঁকে সমস্যার কথা বলেন শান্তা ছেত্রী। সোমবার দুপুর একটায় ওই কৃষককে ডেকে পাঠিয়েছেন জেলা ফুড কন্ট্রোলার। শান্তা ছেত্রীর এই ভূমিকায় খুশি ওই কৃষক।