TRENDING:

Didir doot: 'অন স্পট' সমস্যা সমাধান করলেন 'দিদির দূত'! কে তিনি?

Last Updated:

শান্তা দেবীর সঙ্গে এদিন জেলা ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি নেতৃত্বও ছিলেন। গ্রামে গিয়ে একেবারে ক্ষেতে নেমে যান শান্তা ছেত্রী। ফসলের ক্ষেতে গৌতম ঘোষ নামে এক কৃষক অভিযোগ করেন, নাম তাঁর দাদা সঞ্জীব ঘোষের নামে রেজিস্ট্রেশন থাকায় তিনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরবঙ্গ: লক্ষ্য পঞ্চায়েত ভোট। সাধারণ মানুষের মন জয়ে এবার নতুন কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল। নাম 'দিদির দূত'। উদ্দেশ্যে, সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে, তাঁদের উঠোনে বসে তাঁদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শোনা। রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই কর্মসূচি। এবার আজ তা শুরু হল আলিপুরদুয়ারে।
শান্তা ছেত্রী
শান্তা ছেত্রী
advertisement

আজ, রবিবার থেকে আলিপুরদুয়ার জেলায় শুরু হল 'দিদির দূত কর্মসূচি। এদিন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চাপাতলি এলাকায় 'দিদির দূত' কর্মসূচি উপলক্ষে বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের চাপাতলি গ্রামে যান শান্তা ছেত্রী।

আরও পড়ুন- হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের

আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়

advertisement

শান্তা দেবীর সঙ্গে এদিন জেলা ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি নেতৃত্বও ছিলেন। গ্রামে গিয়ে একেবারে ক্ষেতে নেমে যান শান্তা ছেত্রী। ফসলের ক্ষেতে গৌতম ঘোষ নামে এক কৃষক অভিযোগ করেন, নাম তাঁর দাদা সঞ্জীব ঘোষের নামে রেজিস্ট্রেশন থাকায় তিনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিভিন্ন জায়গায় ঘুরেও রেজিস্ট্রেশনে ডকুমেন্ট ঠিক করতে পারেননি তিনি। অভিযোগ শোনার সঙ্গে সঙ্গেই জেলার ডিস্ট্রিক ফুড কন্ট্রোলার প্রেসিকা মোক্তানকে ফোন করেন শান্তা ছেত্রী। তাঁকে সমস্যার কথা বলেন শান্তা ছেত্রী। সোমবার দুপুর একটায় ওই কৃষককে ডেকে পাঠিয়েছেন জেলা ফুড কন্ট্রোলার। শান্তা ছেত্রীর এই ভূমিকায় খুশি ওই কৃষক।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Didir doot: 'অন স্পট' সমস্যা সমাধান করলেন 'দিদির দূত'! কে তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল