TRENDING:

Shalbagan Temple: জঙ্গলের মাঝেই ছোট্ট মন্দির, শালবাগান মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

Last Updated:

মন্দিরে রয়েছে শিব-পার্বতী, রাধা-কৃষ্ণ, হনুমানজি-সহ বহু দেবদেবীর বিগ্রহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: শহর লাগোয়া শাল বাগানের জঙ্গল ঘেরা পরিবেশ বহু মানুষকে আকর্ষণ করে। শহরের মাঝেই এই সুন্দর জঙ্গল ঘেরা প্রাকৃতিক পরিবেশ। বিভিন্ন ধরনের পাখি ও প্রচুর জীববৈচিত্র্য। শাল বাগানের ঠিক পাশেই রয়েছে ছোট্ট এক মন্দির যা বহু পর্যটকের মন ছুঁয়ে যায়। মূল শহরের যানজট থেকে সামান্য দূরে এই জায়গায় আসলেই মন ভাল হয়ে উঠবে নিমেষে। এই বাগান ও মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী।
advertisement

মন্দিরের উদ্যোক্তা ভজরাম বিন জানান, “বেশ কিছু বছর আগে আমরা চার বন্ধু মিলে এই মন্দির প্রতিষ্ঠা করি। ধীরে ধীরে এলাকার মানুষের পাশাপশি জেলার মানুষের কাছে এই মন্দির জাগ্রত হয়ে ওঠে। বর্তমানে এই মন্দিরে ভিড় জমে বহু মানুষের। জেলাবাসীর পাশাপশি বাইরের পর্যটকেরাও আসেন এই মন্দির দর্শন করতে। এখানে রয়েছে শিব-পার্বতী, রাধা-কৃষ্ণ, হনুমানজি-সহ অনেক দেবদেবীর বিগ্রহ। এই মন্দিরে বড় পুজোর সময় মানুষের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। হনুমান জয়ন্তীতে বড় শোভাযাত্রা বার করা হয়।\”

advertisement

জেলার এক বাসিন্দা ও মন্দিরের ভক্ত বিশ্বেন্দু বর্মা সাউ জানান, ” প্রতিদিন সন্ধ্যায় এই মন্দিরে আসি।  প্রতি সপ্তাহের সোমবার সন্ধ্যায় এখানে মহাদেবের কীর্তন গানের আসর বসানো হয়। মন শান্ত হয়, আলাদা এক শান্তি অনুভব করি এই মন্দিরে এলে।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Shalbagan Temple: জঙ্গলের মাঝেই ছোট্ট মন্দির, শালবাগান মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল