TRENDING:

Uttar Dinajpur News: বিনামূল্যে থাকা, খাওয়া-সহ সেলাই প্রশিক্ষণের সুযোগ! শিখলে স্বনির্ভর হওয়ার সুযোগ মহিলাদের, কোথায় জানেন

Last Updated:

Uttar Dinajpur News: মহিলাদের শেখানো হচ্ছে স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম তৈরি। এছাড়াও হচ্ছে সায়া এবং ব্লাউজ তৈরির কাজ শেখার সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: রাজ্য সরকারের আনন্দধারা কর্মসূচির মাধ্যমে এবার গ্রামীণ এলাকার বাসিন্দার দুর্দান্ত সুযোগ। যদি সেলাই শেখার ইচ্ছা থাকে, তবে একেবারে বিনামূল‍্যে শিখতে পারবেন।
advertisement

গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন‍্য দুর্দান্ত সুযোগ।আনন্দধারা কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের পক্ষ থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকে তন্তুবাই সমিতিতে শুরু হয়েছে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিনামূল্যে ১৫ দিনের সেলাই প্রশিক্ষণ শিবির। ১৫ দিনের এই সেলাই প্রশিক্ষণ শিবিরের গ্রামীণ মহিলাদের শেখানো হচ্ছে স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম তৈরি। এছাড়াও হচ্ছে সায়া এবং ব্লাউজ তৈরির কাজ শেখার সুযোগ।

advertisement

প্রশিক্ষণ শিবিরে মহিলারা সেলাই শিখে নিজেরাই স্বনির্ভর হতে পারবেন। মঙ্গলবার শিবিরে গ্রামীণ এলাকার প্রায় ৩০-৪০ জন মহিলার প্রথম ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন এবং পরবর্তীতে বাকি মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে বর্তমানে সেলাই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছেলেমেয়েরা সবাই এখন দর্জি বা সেলাই প্রশিক্ষণে আগ্রহী হয়ে উঠেছে। সরকারি বিভিন্ন উদ্যোগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে তাই গ্রামীণ অঞ্চলে বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়েছে বিনামূল্যে স্বনির্ভর প্রশিক্ষণ শিবির।

advertisement

View More

প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে অবশ্যই আপনাকে গ্রামীণ এলাকার কোনও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে প্রথমে যুক্ত হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আপনি সরকারি সহযোগিতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রত্যেককে যত্ন সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত জামা তৈরি প্রত্যেকটি পদক্ষেপ দেখানো হয়। সংসারে অভাব-অনটন দূর করতে বহু মহিলারাই এখন এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: বিনামূল্যে থাকা, খাওয়া-সহ সেলাই প্রশিক্ষণের সুযোগ! শিখলে স্বনির্ভর হওয়ার সুযোগ মহিলাদের, কোথায় জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল