বিষয়টি নিয়ে রোগীর পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করতেই শোরগোল পড়ে যায় বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শিশু জন্ম দেওয়ার পর প্রায় ৮-১০ জন প্রসূতি রোগী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে রোগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায়।
আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ
advertisement
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে চিকিৎসক নার্স এবং বিশেষজ্ঞরা। সমস্যা আরও গুরুতর হওয়ায় হাসপাতালের প্রসূতি রোগীদের ওয়ার্ডে ছুটে আসেন হাসপাতালে সুপার,ডেপুটি সুপার-সহ অন্যান্যরা। রাতে তড়িঘড়ি ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
এদিকে রোগীদের পরিবারের ক্ষোভ থাকায় ছুটে আসে বালুরঘাট থানার আইসি-সহ অন্যান্যরা। তবে সঠিক কী নিয়ে এই সমস্যা তা নিয়ে ধন্দে পরিবার। তবে এবিষয়ে স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিকরা ব্যস্ত থাকায় কারোর বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশু জন্মের পর এক প্রসূতির মৃত্যুও হয়েছে। এরপরই প্রসূতি মায়েদের শিশু নিয়ে ভর্তি করানো হয়েছে এবং তারা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
অনুপ সান্যাল