রাজনৈতিক টালবাহানায় কার্যত থমকে বড় আটিয়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া। আর সেই কারণেই সমস্যা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত পঞ্চায়েতের বোর্ড গঠন না হলে অসুবিধা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ফের বদলাচ্ছে আবহাওয়ার, আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
advertisement
উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৬ আসনের মধ্যে ১১ আসনে তৃণমূল জয়ী হয়েছে। দুটি আসনে নির্দল, তিনটি আসনে বিজেপি জয়ী হয়। তাই নির্দল থেকে জয়লাভ করা দুই পঞ্চায়েত সদস্যের সমর্থন ছাড়া পঞ্চায়েত প্রধান নির্বাচন করা সম্ভব হবে না শাসক দলের। মূলত শাসক দলকে একপ্রকার চাপের মুখে ফেলতেই এই ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছেন এলাকার বহু মানুষ।
তবে সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শশধর বর্মন অভিযোগ করে জানান, “তৃণমূলের কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান জয়নাল উদ্দিন মিয়ার মদতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনায় দলের একাংশের মদত রয়েছে বলে খবর পেয়েছেন তিনি। জেলার উচ্চ নেতৃত্বকে সবটা জানিয়েছেন তিনি। তারাই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
এ প্রসঙ্গে জয়নাল উদ্দিন মিয়া বলেন, “এ বছর গ্রাম পঞ্চায়েতে প্রধান পদটি জেনারেল মহিলা সংরক্ষিত। তাই সকলে জেনারেল সংরক্ষিত মহিলা পঞ্চায়েত সদস্যা জরিনা বিবিকে প্রধান করবেন বলে ভেবেছেন। এ ছাড়া দলের অধিকাংশ নির্বাচিত পঞ্চায়েত সদস্যও তাঁকেই চাইছেন। কিন্তু, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চাইছেন ওনার নিজের ভাইয়ের বউ ভূমিকা দাস বর্মনকে প্রধান করতে। সেই নিয়ে বহু বৈঠক করা হলেও তিনি তাঁর ভাইয়ের বউকেই প্রধান পদ দেবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর তা নিয়েই ব্যাপক জলঘোলা চলছে। তবে নির্দলদের নিয়ে শাসক দলের পঞ্চায়েত সদস্যদের অধিকাংশ নিরুদ্দেশ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Sarthak Pandit