জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের লক্ষীপুর এলাকার বাড়ির পাশে কেউ চানাচুর, সাবান ,শ্যাম্পু ফেলে রেখে গিয়েছিল। আর সেই চানাচুর, সাবান ,শ্যাম্পু দেখেই জনতার কাড়াকাড়ি। অনেকেই এই বিনামূল্যে জিনিস পেয়েই বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করতেও শুরু করেন। পড়ে থাকা চানাচুরের প্যাকেট অনেকে নিয়ে গিয়ে খেতেই ঘটে বিপত্তি।
আরও পড়ুন : সাবান নাকি বডি ওয়াশ ত্বকের জন্য কোনটা ভাল? জেনে নিন বিশেষজ্ঞের মত
advertisement
যারা যারা পড়ে থাকা চানাচুর বাড়ি নিয়ে গিয়ে খেয়েছিল খাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে। কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মুশরাইল রহমান জানান, চানাচুর থেকে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়েছেন বাসিন্দারা। পরে খবর নিয়ে গ্রামবাসীদের থেকে জানা যায়, কুড়িয়ে পাওয়া চানাচুর খেয়েই এই অবস্থা।
আরও পড়ুন : তোলপাড় করা আবহাওয়া, দক্ষিণবঙ্গের ১২ জেলায় বৃষ্টির সম্ভাবনা! আজ ভিজবে কলকাতাও
গ্রামবাসী সান্তনা দেবশর্মা বলেন, পরপর তিনটি বাড়ির সামনে বিভিন্ন রকম চানাচুর , সাবান পড়ে ছিল। পড়ে থাকা চানাচুরের প্যাকেট খেতেই অসুস্থ হয়ে পড়েন গ্রামের সাতজন। ছোট থেকে বড় প্রত্যেকেই এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই চানাচুর-সহ প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
পিয়া গুপ্তা






