*১৪ জুন থেকেই চলবে নতুন ট্রেন? অবশেষে স্বপ্ন পূরণের পথে একধাপ এগোল রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের পথে সরাসরি ট্রেন চালু হতে চলেছে। ১৪ জুন, শুক্রবার, জলপাইগুড়ি রোড রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*জানা গিয়েছে, ১৪ জুন বিকেল পাঁচ’টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে আয়োজন করা হয়েছে শুভারম্ভ অনুষ্ঠানের। অনুষ্ঠানের পর রাত ৮ঃ৩০ মিনিটে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। স্টপেজ থাকবে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদহ, নিউ ফরাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, শিয়ালদহে। সংগৃহীত ছবি।
advertisement
*রেলবোর্ড ২৫ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এই ট্রেন চালুর নির্দেশ দেয়। জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায়ের প্রচেষ্টাতেই সেই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি আপাতত সপ্তাহে একদিন চলবে। সংগৃহীত ছবি।
advertisement
*প্রতি শুক্রবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২:১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছবে। পরের দিন, শনিবার রাত ৮:৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে রবিবার সকাল ৮:১০ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। সংগৃহীত ছবি।
*ট্রেনে থাকবে ১৯টি কোচ, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার। জেনারেল ও স্লিপার কোচ যুক্ত হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেন চালুর। অবশেষে সেই দাবিতে সাড়া দিয়ে মানুষের যাত্রা আরও সহজ ও আরামদায়ক করে তুলতে চলেছে এই নতুন ট্রেন। এই ট্রেন চালু হলে উপকার হবে বহু নিত্যযাত্রীদের। সহজ হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। তাই এ যেন শুধুই একটা ট্রেন নয়, উত্তরবঙ্গের স্বপ্নের উন্নত রেলসফর। সংগৃহীত ছবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 3:23 PM IST