TRENDING:

Sealdah-Jalpaiguri New Train: শিয়ালদহ-রানাঘাট, কৃষ্ণনগর-বহরমপুর হয়ে জলপাইগুড়ি...! ১৪ জুন গড়াবে চাকা, কোন স্টেশনে কখন দাঁড়াবে? জানুন

Last Updated:

Sealdah-Jalpaiguri New Train: শিয়ালদহ-জলপাইগুড়ি রোড সরাসরি ট্রেন। রাত ৮ঃ৩০ মিনিটে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। স্টপেজ থাকবে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদহ, নিউ ফরাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, শিয়ালদহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

*১৪ জুন থেকেই চলবে নতুন ট্রেন? অবশেষে স্বপ্ন পূরণের পথে একধাপ এগোল রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের পথে সরাসরি ট্রেন চালু হতে চলেছে। ১৪ জুন, শুক্রবার, জলপাইগুড়ি রোড রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি। 

advertisement

advertisement

*জানা গিয়েছে, ১৪ জুন বিকেল পাঁচ’টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে আয়োজন করা হয়েছে শুভারম্ভ অনুষ্ঠানের। অনুষ্ঠানের পর রাত ৮ঃ৩০ মিনিটে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। স্টপেজ থাকবে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদহ, নিউ ফরাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, শিয়ালদহে। সংগৃহীত ছবি।

advertisement

View More

*রেলবোর্ড ২৫ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এই ট্রেন চালুর নির্দেশ দেয়। জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায়ের প্রচেষ্টাতেই সেই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি আপাতত সপ্তাহে একদিন চলবে। সংগৃহীত ছবি।

advertisement

*প্রতি শুক্রবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২:১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছবে। পরের দিন, শনিবার রাত ৮:৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে রবিবার সকাল ৮:১০ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। সংগৃহীত ছবি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

*ট্রেনে থাকবে ১৯টি কোচ, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার। জেনারেল ও স্লিপার কোচ যুক্ত হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেন চালুর। অবশেষে সেই দাবিতে সাড়া দিয়ে মানুষের যাত্রা আরও সহজ ও আরামদায়ক করে তুলতে চলেছে এই নতুন ট্রেন। এই ট্রেন চালু হলে উপকার হবে বহু নিত্যযাত্রীদের। সহজ হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। তাই এ যেন শুধুই একটা ট্রেন নয়, উত্তরবঙ্গের স্বপ্নের উন্নত রেলসফর। সংগৃহীত ছবি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sealdah-Jalpaiguri New Train: শিয়ালদহ-রানাঘাট, কৃষ্ণনগর-বহরমপুর হয়ে জলপাইগুড়ি...! ১৪ জুন গড়াবে চাকা, কোন স্টেশনে কখন দাঁড়াবে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল