এর আগে কেরলের এক যুবকের ঝুলিতে এই রেকর্ড ছিল। তিনি ১ মিনিটে ১৮২ পায়ে ফুটবল নাচিয়েছিলেন। ওই যুবকের সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করল দেবরাজ। দেবরাজ মল্লিক বলে,”এর আগে কেরালার এক যুবকের এই রেকর্ড ছিল। আমি সেই রেকর্ড ভেঙে দিয়েছি। এখন ভারতবর্ষে আমার এই রেকর্ড। আগামীতে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছে রয়েছে। আমার এমন সাফল্যে আমি খুশি”।
advertisement
মালদহের মকদমপুরের বাসিন্দা দেবরাজ মল্লিক। মালদহ শহরের একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই ফুটবল খেলা নেশা তার। তাই পড়াশোনার সঙ্গে এটাই ধ্যান-জ্ঞান হয়ে দাঁড়িয়েছে দেবরাজের। ভাল ফুটবল খেলতে পারে। ফুটবল খেলার পাশাপাশি শুরু করে ফুটবল জাগলিং। এই ফুটবল জাগলিং করেই এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডিং নাম উঠেছে। এমন বিরল রেকর্ড করতে পেরে খুশি, ওই ছাত্র ও তার পরিবারের লোকেরা।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর রাখেনি দলে! ৫ বলে ১১ উইকেট নিল সেই বোলার, নিলামে তাকে নিয়ে উঠবে ঝড়!
ছাত্রের বাবার লবকুমার মল্লিক বলেন,”ছেলেরা এমন সাফল্যে আমরা খুবই খুশি। ইন্ডিয়া রেকর্ড বুক অফ রেকর্ডে ছেলের নাম উঠেছে। আমি চাই প্রশাসনের পক্ষ থেকে ছেলেকে সহযোগিতা করে আগামীতে আরও বড় মাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হোক”।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পর আগামী টার্গেট ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার। দেবরাজের লক্ষ্য রয়েছে গিনিজ বুক অফ অল্ড রেকর্ডসে অংশগ্রহণ করার। নিয়মিত ফুটবল খেলার পাশাপাশি তাই জাগলিং অনুশীলন করে চলেছে দেবরাজ।
হরষিত সিংহ