রাজ্যের বাকি সব স্কুলে রবিবার ছুটি থাকলেও ব্যতিক্রম শুধুমাত্র কালিয়াগঞ্জের স্কুলগুলি। শুরু থেকেই রবিবার কাজের দিন এই স্কুলগুলিতে। ছুটি সোমবার। শুধুমাত্র একটি গ্রাম্য হাটের জন্য এখানে রবিবার ছুটির দিন বাতিল। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি হাট হল কালিয়াগঞ্জের ধনকল হাট। বহু দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন সোমবার ব্যবসা বাণিজ্য করতে। ফলে এখানে এই হাটকে কেন্দ্র করে রোজগার হয় এই অঞ্চলের মানুষদের।
advertisement
আরও পড়ুন: শীতে ওজন বাড়ে, এই ৫ ‘ম্যাজিক’ পানীয় খেলে পেটের মেদ হুড়মুড়িয়ে ঝরবেই! চ্যালেঞ্জ নেবেন?
দশকের পর দশক এই নিয়মই মেনে চলছেন এখানকার মানুষরা।
সময় বদলেছে কিন্তু বদল হয়নি এই ঐতিহ্যের। স্কুলের শিক্ষকরা বলেন, আর পাঁচজন যখন রবিবার ছুটি কাটায় বিভিন্ন জায়গায় তখন তাদের ক্লাস নিতে হয় ছুটির দিনেও। রবিবারের পরিবর্তে তারা ছুটি কাটান সোমবার। শিক্ষকরা বলেন, যেহেতু উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট বসে ধনকৈল সোমবার করে, তাই সেই হাট এর কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু বছর আগে থেকে।
আরও পড়ুন: রোজ সকালে ১টা করে আমলকি খান, সারা বছর ডাক্তারের কাছে ছুটতে হবে না! মিলিয়ে নিন
শিক্ষকরা মনে করেন হাটের দিন যেহেতু প্রচুর মানুষের ভিড় হয় যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয় সেই জন্য ছাত্র-ছাত্রীদের পক্ষে স্কুলে আসা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত হয় বলে তারা জানান। শিক্ষকরা বলেন এমন নিয়ম এই তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই তাদের এখন আর মনে হয় না কিছু।
পিয়া গুপ্তা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F