TRENDING:

Scam | Krishna Kalyani: ২০ ঘণ্টা পর বিধায়ককে নিয়ে বাড়ি থেকে বেরোল ইডি! গন্তব্য কোথায়? তোলপাড় বাংলা

Last Updated:

Scam | Krishna Kalyani: বুধবার সাত সকালেই কৃষ্ণ কল্যানীর বাড়িতে পৌঁছে যান আয়কর ও ইডি আধিকারিকরা। ৪টি গাড়ি করে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বাড়ি ও অফিস, দুই-ই ঘিরে রেখে চলে তল্লাশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: প্রায় ২০ ঘন্টা ম্যারাথন জেরার পর তদন্তকারীদের সঙ্গে বাড়ি থেকে বেরোলেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী। বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ তাকে বাড়ি থেকে বের করে রায়গঞ্জের সুদর্শনপুরে তাঁর অফিসে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের গাড়িতে রওনা হওয়ার আগে কৃষ্ণ বলেন, “কৃষ্ণ কল্যানী কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত না, তদন্তকারীরা ভাল ব্যবহার করেছেন, তবে সকাল হলেই সবটা জানা যাবে।”
বিধায়ককে কোথায় নিয়ে গেল তদন্তকারীরা?
বিধায়ককে কোথায় নিয়ে গেল তদন্তকারীরা?
advertisement

এর পাশাপাশি কৃষ্ণ কল্যানীর অফিস থেকে কিছু নথি তদন্তকারী অফিসাররা তাদের সঙ্গে নিয়ে যান। তবে এই বিষয় নিয়ে তদন্তকারী অফিসারদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৃষ্ণ কল্যানীকে তদন্তকারী অফিসাররা তাঁর অফিসে নিয়ে যাওয়ার পর সেখানেও চলে নথি সংগ্রহের কাজ।

আরও পড়ুন: মালদহে পা দিয়েই এমন কাণ্ড ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুহূর্তে হাততালিতে ভরল এলাকা! কী করলেন, জানেন?

advertisement

প্রসঙ্গত, বুধবার সাত সকালেই কৃষ্ণ কল্যানীর বাড়িতে পৌঁছে যান আয়কর ও ইডি আধিকারিকরা। ৪টি গাড়ি করে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বাড়ি ও অফিস, দুই-ই ঘিরে রেখে চলে তল্লাশি। বিধায়কের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে খবর। স্থানীয়দের কথায়, ছোটো একটা ব্যবসা থেকে আচমকা উত্থান হয় কৃষ্ণ কল্যাণীর। একথা নিজেও অবশ্য বহু বার বলেছেন বিধায়ক। বিশাল বাংলো স্টাইল বাড়ি, বিশাল বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব। ২০১৬-২০১৭ সালের পর। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই এবার আয়কর ও ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন।

advertisement

আরও পড়ুন: ‘দাঁড়াও, শরীরে কী বাঁধা আছে, দেখি?’ জামা খোলাতেই যা মিলল, চক্ষু চড়কগাছ BSF-এরও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটে জয় পান কৃষ্ণ কল্যাণী। বিধানসভার রেকর্ড অনুযায়ী, ২০২১ -এর বিধানসভা ভোটে বিজেপির টিকিতে রায়গঞ্জ কেন্দ্র থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু তারপর আচমকাই দলবদল করেন কৃষ্ণকল্যাণী। পদ্মফুল থেকে ঘাসফুলে চলে আসেন। ২০২১-এর অক্টোবরেই তৃণমূলে যোগ দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Scam | Krishna Kalyani: ২০ ঘণ্টা পর বিধায়ককে নিয়ে বাড়ি থেকে বেরোল ইডি! গন্তব্য কোথায়? তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল