আরও পড়ুন: উল্টোদিকে ঘুরছে চাকা, ফ্লেক্স-ব্যানার ফেলে কার্টুন-ছড়ায় ভরছে এই কেন্দ্রের দেওয়াল
বর্তমানে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন কোচবিহারের বেশকিছু পরিবেশপ্রেমী। তেমনি একজই সুমন্ত সাহা বলেন, গাছেরও প্রাণ রয়েছে। মানুষের গায়ে আঘাত করলে যেমন কষ্ট হয়, তেমন গাছের গায়ে আঘাত করলেও গাছের কষ্ট হয়। বর্তমান সময়ে লোকসভা নির্বাচনের প্রচারে যেভাবে গাছের গায়ে পেরেক দিয়ে বিভিন্ন প্রচার সামগ্রী আটকানো হচ্ছে তা মোটেই ঠিক নয়। এতে গাছের ক্ষতি হচ্ছে। এই ক্ষতি গাছগুলোকে বহন করে চলতে হবে দীর্ঘ সময় পর্যন্ত। তাই সকল দলের কাছে তাঁরা অনুরোধ জানান, গাছের গায়ে পেরেক দিয়ে কোনও প্রচার মাধ্যম যেন না লাগানো হয়।
advertisement
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও অনেকে পরিবেশ সচেতন। তাঁরা অনেকেই এমন ধরনের ঘটনায় নিজে থেকে এগিয়ে সে দলীয় সহকর্মীদের গাছের ক্ষতি করতে বারণ করছেন। যা যথেষ্ট আশা ব্যঞ্জক বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। তবে এই কাজে আরও সচেতনতা প্রয়োজন বলে তাঁরা জানিয়েছেন।
সার্থক পণ্ডিত