‘লুপার ক্যাটারপিলার’ নামের এক ভয়ঙ্কর শুঁয়োপোকা দল ছিঁড়ে ফেলছে পাতার পর পাতা, এমনকি গাছের ডাঁটাও রেহাই পাচ্ছে না। ওষুধ স্প্রে করেও মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে এক নতুন পদ্ধতি ‘আলোর ফাঁদ’। সংশ্লিষ্ট মহলের দাবি, উজ্জ্বল আলোর নিচে আঠা মাখানো পাত্র নিয়ে যখন রাতে বাগানজুড়ে ঘোরে গাড়ি, সেই আলোর দিকে আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ে লুপাররা। আলোর ফাঁদেই আটকা পড়ে একের পর এক পোকা।
advertisement
আরও পড়ুন: ৪৭ কিমি রাস্তায় দিচ্ছে ইউনিসেফের স্বীকৃতি! বাংলার বুকে নজির গড়তে চলেছে এই এলাকা
তরাইয়ের কয়েকটি বড় চা বাগানে এই পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই মিলেছে সুফল। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “লুপার ক্যাটারপিলারের দাপটে কাঁচা পাতার উৎপাদন প্রায় ৩০-৩৫ শতাংশ কমবে। ওষুধে কাজ হচ্ছে না, বর্ষা ও গরম মিলিয়ে পরিস্থিতি আরও জটিল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে চা চাষিরা বলছেন, একদিকে লাগাতার বৃষ্টি, তার পর খাঁ খাঁ রোদ—তাপমাত্রা কমেনি একটুও। এই আবহাওয়াই ডেকে এনেছে পোকার তাণ্ডব। লালপোকা, চা মশার সঙ্গে লুপারের দাপট সবচেয়ে ভয়ঙ্কর। এখন আশার আলো একটাই—লাইট ট্র্যাপিং। একর পর এক সবুজ চা বাগান বাঁচাতে যদি এই ‘আলোর পথেই’ মেলে মুক্তি, তাহলে সেটাই হবে প্রকৃত ‘কেল্লাফতে’!
সুরজিৎ দে