এলাকার এক বাসিন্দা কমলা রায় জানান, “এলাকায় বাড়ছে সাপেদের উপদ্রব। জঞ্জাল ও আগাছায় পরিপূর্ণ হয়ে থাকার ফলে এই জায়গাটি সাপেদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এখানে গোখরো, দাঁড়াস এবং অন্যান্য প্রায় বহু ধরনের সাপ দেখতে পাওয়া যাচ্ছে। মাঝেমধ্যেই এই সাপগুলি নদীর আশেপাশের বাড়িতে উঠে আসছে। আর তখনই ঘটে যত বিপত্তি। এই সমস্ত কারণে রীতিমত চিন্তায় থাকতে হচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। তাই গরম পড়তেই নতুন করে চিন্তা দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে।”
advertisement
আরও পড়ুন: এই ব্যবসার লাভ আসবে অনেক! শুধু মাথায় রাখতে হবে এই ছোট ছোট বিষয়গুলি
এলাকার আরও দুই বাসিন্দা সাবিত্রী রায় ও উর্মিলা কান্তি জানান, “দীর্ঘ সময় ধরে নদীটি মূল প্রবাহের থেকে বিচ্ছিন্ন রয়েছে। তার ফলেই নদীটি আগাছা ও জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সাপেদের উপদ্রব বেড়েছে অনেকটাই। শীতের সময় সেরকম একটা দেখা না গেলেও, গরম পড়তেই সাপের উপদ্রব বেড়ে উঠেছে অনেকটাই। মাঝেমধ্যেই নদী থেকে বিভিন্ন ধরনের সাপ উঠে আসছে বিভিন্ন বাড়ির ঘরের ভেতর। তাই রাতে রীতিমত আতঙ্কে থাকতে হচ্ছে সকলকে। কিছু ক্ষেত্রে ঘরের সামনে এবং ফুল গাছের ডালের মধ্যেও পেঁচিয়ে থাকছে সাপ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, দ্রুত এই নদীটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। তবেই এই সাপেদের উপদ্রব কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। নাহলে গরমের পরিমাণ বাড়লে সাপের উপদ্রব আরও বেড়ে ওঠার সম্ভবনা দেখছেন স্থানীয় মানুষেরা। যদিও সর্প উদ্ধারকারীদের ফোন করলে তাঁরা দ্রুত এলাকায় পৌঁছে যাচ্ছেন। বাড়িতে বা ঘরে ঢোকা সাপকে উদ্ধার করে পুনরায় লোকালয়ের থেকে দূরে ছেড়ে দিচ্ছেন তাঁরা।
Sarthak Pandit





