গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালবাজার থানার পুলিশ একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে ধাওয়া করে। পুলিশের পরিকল্পনা অনুযায়ী বাগ্রাকোট এলাকার ঘীস নদীর ধারে সাদা পোশাকে একটি দল আগে থেকেই লুকিয়ে ছিল। পুলিশ ধাওয়া করলে ভ্যানটি পালানোর চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা মারে। সেই সুযোগে চালক ও খালাসি পালিয়ে যান।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা! রায়দিঘির নিখোঁজ মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ, দিলেন বড় আশ্বাস
গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শাল কাঠ উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশের অনুমান, কাঠগুলি চোরাই পথে পাচার করা হচ্ছিল। বাজেয়াপ্ত কাঠ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এই অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। তাঁদের তৎপরতায় উদ্ধার হয় প্রচুর পরিমাণে শাল কাঠ। চোরাই পথে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।