গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার বিধায়ক সুব্রত সাহার। তারপরেই আগামী ২৭ ফেব্রুয়ারী সাগরদিঘীতে উপ-নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। সাগরদিঘী উপ-নির্বাচনে আগামী ২৭ তারিখ ভোট। জোরকদমে ভোট প্রচারে দলীয় প্রার্থীরা। সোমবার দিল্লী থেকে সোজা সাগরদিঘীতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
advertisement
আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
এ দিনের সভা থেকে বাম ও কংগ্রেসের জোট প্রার্থীর সমর্থনে বাইরন বিশ্বাসকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিনের সভায় শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। এ দিন অধীর চৌধুরী বলেন, খুব ভাল সাড়া পাচ্ছি। মানুষ ভোট দিতে চাইছে। তৃণমূল বাধা দেবে, সন্ত্রাস করবে, পুলিশ মদত দেবে। কিন্তু আমরা ছেড়ে কথা বলব না। এদিন তিনি আরও বলেন, তৃণমূল ও বিজেপির কটা ভোট আছে সেটা সময় বলবে। রাজ্যের হাতে এখন টাকা নেই৷ ফলে খাজনার থেকে এখন বাজনা বেশি। ভোটের বাজার এখন বেশি। দিদি এখন খাতির করার চেষ্টা করছে।
তার অভিযোগ, মানুষের আজকে চাকরি নেই। রুটি রোজগার শিল্প বলে কিছু নেই। সাগরদিঘীতে কোনো উন্নয়ন হয়নি। সেই কারনে একগুচ্ছের নেতা মন্ত্রীকে ভোটে আসতে হচ্ছে ও তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাতে ভীত নই। মানুষ যদি ভোট দিতে পারে জয় নিশ্চিত।
প্রসঙ্গত, ভোট যাতে শান্তিপূর্ন ভাবে মানুষ দিতে পারে, তার জন্য আগেই সরব হয়েছিলেন অধীর চৌধুরী। এবং সেই কারনে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদনও করেন তিনি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সাগরদিঘী উপ-নির্বাচনের জন্য ১৭ কম্পানী কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে।