এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রোহান, নোটন বিশ্বাস, শুভঙ্কর সেন, দয়াল বর্মন, অভিষেক গুপ্তা, অজয় লামা সহ অন্যান্য পরিবহণ দফতরের অধিকারিকরা। পরিবহণ দফতরের টেকনিক্যাল আধিকারিকরা জানান, “পরিবহণ দফতরের কর্মী হিসাবে দুর্ঘটনা ঠেকাতে আমাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে। সেই মানসিকতা থেকেই এই কাজ। এর জন্য নিজেরাই ব্যয়ভার বহন করছি। অফিস ছুটির পর রাত জেগে বা ছুটির দিনগুলি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে চলেছি।”
advertisement
আরও পড়ুন: সিটং ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর, ফেব্রুয়ারির ৩ দিন হোমস্টে বুকিংয়ে থাকছে মেগা ছাড়
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তায় তারা কাজ শেষ করে ফেলেছেন। বহু জায়গায় গাছের গুড়ি, ডালে বা ইলেকট্রিক পোলে, ডিভাইডারে স্টিকার লাগানো হয়েছে। দুর্ঘটনাপ্রবণ ব্রিজের ফুটপাতগুলিতেও বিভিন্ন রঙের রিফ্লেকটিভ স্টিকার বসানো হয়েছে। পরিবহণ দফতরের কর্মীদের উদ্যোগে স্বস্তি মিলেছে গাড়ি চালকদের।
অনির্বাণ রায়