আরও পড়ুন: দিঘি বাঁচিয়েই হোক রেলপথ, অনড় ভবাদিঘির বাসিন্দারা
জানা গিয়েছে উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে পারে না। এই বিষয়ে আরপিএফ-এর হাসিমারা পোস্টের ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত জানান, রাতে শিশুটিকে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা আরপিএফ-এ জানান। তারপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ওকে নিজেদের কাছে নিয়ে আসি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উদ্ধার হওয়া ছেলেটির বয়স ৭ বছর। সে কথা বলতে পারে না, ফলে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি। ওইভাবে শিশুটিকে শুয়ে থাকতে দেখে কটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আরপিএফ-এর মনে। তবেকি শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে কেউ নিয়ে এসেছিল? নাকি সে পথ হারিয়ে এখানে এসে পড়েছে? কিছুই বুঝে উঠতে পারছেন না আরপিএফ কর্মীরা। এই বিষয়ে চলছে তদন্ত। বর্তমানে শিশুটিকে দেখভালের জন্য আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। শিশুটির আতঙ্ক কাটলে সে কিছু ইঙ্গিতে বোঝাতে পারে বলে অনুমান রেল পুলিশের।
অনন্যা দে