অবোধ আসাম এক্সপ্রেস থেকে প্রচুর পরিমানে বেআইনি টাকা উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে রাতেই গোপন সূত্রে খবর পায় আরপিএফ-এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। পরে আলিপুরদুয়ার ডিভিশনের শামুকতলা ও জোড়াই স্টেশনের মাঝে ট্রেনটির বি ফাইভ থার্ড এসি-র কামরায় দুই ব্যাগ নিয়ে দুই ব্যাক্তির হদিশ পায় আরপিএফ।
দুটি ব্যাগ থেকে ৬৩ লক্ষ ৯৬ হাজার তিনশো টাকা উদ্ধার হয়। ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ-এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। জানা গিয়েছে, ধৃত দুই ব্যাক্তির নাম প্রকাশ ঠাকুর ও সঞ্জয় কুমার। দুই জনই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। সমস্তিপুর থেকে তারা ট্রেনে ওঠেন। শিলিগুড়ি থেকে আয়কর দফতরের কর্তারা পৌছে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
আরও পড়ুন: একটা সেলফি, কেন্দ্রে প্রিয়াঙ্কা! যোগীরাজ্যে কেন শাস্তির মুখে মহিলা পুলিশ কনস্টেবলরা?
তবে আরপিএফ-এর সিকিউরিটি ইনস্পেক্টর দীপক কুমার চৌধুরী বলেন, সম্ভবত গ্রেফতার দুইজন ওই টাকার ক্যারিয়ার ছিলেন। কারণ ব্যাগে টাকার অঙ্ক জানতেন না তারা।