TRENDING:

Alipurduar News: শামুকতলায় ট্রেনে উঠলেন RPF-এর অফিসাররা, লক্ষ্যে ২ জন! ব্যাগ থেকে কী বেরোল জানেন?

Last Updated:

Alipurduar News: অবোধ আসাম এক্সপ্রেস থেকে প্রচুর পরিমানে বেআইনি টাকা উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: অবোধ আসাম এক্সপ্রেস থেকে ৬৩ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ-এর ক্রাইম ইনটেলেজেন্স ব্রাঞ্চ। গ্রেফতার দুই। তদন্তে শিলিগুড়ি থেকে আয়কর দফতর।
ট্রেনের মধ্যে অভিযান (প্রতীকী ছবি)
ট্রেনের মধ্যে অভিযান (প্রতীকী ছবি)
advertisement

অবোধ আসাম এক্সপ্রেস থেকে প্রচুর পরিমানে বেআইনি টাকা উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে রাতেই গোপন সূত্রে খবর পায় আরপিএফ-এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। পরে আলিপুরদুয়ার ডিভিশনের শামুকতলা ও জোড়াই স্টেশনের মাঝে ট্রেনটির বি ফাইভ থার্ড এসি-র কামরায় দুই ব্যাগ নিয়ে দুই ব্যাক্তির হদিশ পায় আরপিএফ।

দুটি ব্যাগ থেকে ৬৩ লক্ষ ৯৬ হাজার তিনশো টাকা উদ্ধার হয়। ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ-এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। জানা গিয়েছে, ধৃত দুই ব্যাক্তির নাম প্রকাশ ঠাকুর ও সঞ্জয় কুমার। দুই জনই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। সমস্তিপুর থেকে তারা ট্রেনে ওঠেন। শিলিগুড়ি থেকে আয়কর দফতরের কর্তারা পৌছে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।

advertisement

আরও পড়ুন: একটা সেলফি, কেন্দ্রে প্রিয়াঙ্কা! যোগীরাজ্যে কেন শাস্তির মুখে মহিলা পুলিশ কনস্টেবলরা?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে আরপিএফ-এর সিকিউরিটি ইনস্পেক্টর দীপক কুমার চৌধুরী বলেন, সম্ভবত গ্রেফতার দুইজন ওই টাকার ক্যারিয়ার ছিলেন। কারণ ব্যাগে টাকার অঙ্ক জানতেন না তারা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শামুকতলায় ট্রেনে উঠলেন RPF-এর অফিসাররা, লক্ষ্যে ২ জন! ব্যাগ থেকে কী বেরোল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল