যোগীরাজ্য উত্তরপ্রদেশে গিয়ে বারবার আটকে পড়তে হচ্ছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে। বুধবারও আগ্রায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে প্রায় দু-ঘণ্টা আটকে রাখা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi) কনভয়। তাঁকে ফিরে যেতে বলেছিল পুলিশ। কিন্তু তাতে রাজি হননি প্রিয়াঙ্কা। তাই তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।
লখনউয়ের পুলিশ কমিশনার ডি কে ঠাকুর এই সেলফি প্রসঙ্গে জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে যে মহিলা কনস্টেবলরা ছবি তুলেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আর লখনউয়ের পুলিশ কমিশনারের এই মন্তব্যের পরই ক্ষোভে গর্জে ওঠেন প্রিয়াঙ্কা। তিনি সাফ বলেন, ''যদি আমার সঙ্গে ছবি তোলাই ওঁদের অপরাধ হয়, তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক। ওই মহিলা কনস্টেবলদের কেন অযথা অভিযুক্ত করা হচ্ছে!''
ট্যুইটারেও প্রিয়াঙ্কা লেখেন, ''শুনতে পাচ্ছি, এই ছবিটি দেখে যোগীজি ক্ষুণ্ণ হয়েছেন। সেই কারণেই ওই মহিলা পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন তিনি। যদি আমার সঙ্গে ছবি তোলাটা অপরাধই হয়ে থাকে, তাহলে আমাকেও শাস্তি দেওয়া হোক। উত্তরপ্রদেশ সরকার এভাবে কর্মঠ ও বিশ্বাসী পুলিশকর্মীদের কেরিয়ার নষ্ট করতে পারে না।''
প্রিয়াঙ্কাকে আটক করা প্রসঙ্গে অবশ্য পুলিশের তরফে বলা হয়েছে আইন-শৃঙ্খলা এবং এলাকায় শান্তি বাজার কারণেই কংগ্রেস নেত্রীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, বিনা অনুমতিতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এদিকে পুলিশ এবং প্রিয়াঙ্কা ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসার একাধিক ভিডিও সামনে এসেছে। যাতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, "কোথাও যেতে গেলে অনুমতির প্রয়োজন হবে কেন? দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেকোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে আমার। শুধুমাত্র আপনাদের(উত্তরপ্রদেশ পুলিশ) শান্তির জন্য আমাকে আটক করে রাখা হবে?"