মালদহের নিত্যানন্দপুরের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস লাগোয়া এক রেস্তোরাঁয় বিদেশি রোবটের এমন কীর্তি নজর কেড়েছে সকলের। জেলায় এই প্রথম এবার কোন রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট।
advertisement
আধুনিক প্রযুক্তির এই রোবটের কার্যকলাপ দেখতে রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন জেলার খাদ্যরসিকরা। এই প্রথম মালদহের রেস্তোরাঁয় খাবার পরিবেশনে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার নজর কেড়েছে সকলের।
রেস্তোরাঁয় আধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার হলেও প্রয়োজন হারায়নি ওয়েটারের। হাত না থাকায় রোবটকে পরিচালনা করতে প্রয়োজন পড়ছে অপারেটরের। তাই রোবটটিকে পরিচালনার জন্য অপারেটর হিসেবে কাজ করছেন ওয়েটাররা। খাবারের মেনু কার্ডের অর্ডার পেয়ে মুহূর্তে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের টেবিলে। রেস্তোরাঁয় প্রায় ৬০ টি টেবিলে ঘাড়ে করে খাদ্য পরিবেশন করছে বিদেশি এই রোবট।
বিরিয়ানি, মাংস, ভাত থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রায় ৩০ কেজি ওজন খাবার বহন করতে পারবে এই রোবট। মালদহ জেলায় এই প্রথম খাবার পরিবেশনের এমন প্রযুক্তি দেখতে ভিড় জমাচ্ছেন জেলার খাদ্যরসিকরা।
জি.এম মোমিন।




