বর্ষায় ছাদ, দেওয়াল, বারান্দায় জমে যাচ্ছে শ্যাওলা, মস? ২ উপায়ে কয়েক মিনিটে গায়েব সবুজ আস্তরণ, কিনতে হবে না, ঘরেই মজুদ ব্রহ্মাস্ত্র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How to remove moss from walls: বর্ষায় সারাদিন জল পড়ে শ্যাওলা হয়ে যায় বাড়ির দেওয়ালে। দেওয়াল, ছাদ, বারান্দা-সহ বাড়ির যেসমস্ত অংশে বৃষ্টির জল পড়ে বা জলের ছিটে পড়ে, সেখানেই জন্মায় শ্যাওলা, মস।
advertisement
advertisement
বাজারে শ‍্যাওলা নষ্ট করবার কেমিক‍্যাল ক্লিনার কিনতে পাওয়া যায়। কিন্তু এই কেমিক‍্যাল ক্লিনার ব‍্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সমস‍্যাও রয়েছে। কেমিক‍্যাল ক্লিনার প্রথমত বেশ ব‍্যায়বহুল। পাশাপাশি রাসায়নিক দ্রব‍্য শরীরের জন‍্যেও ক্ষতিকর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদি শ‍্যাওলার স্তর সামান্য হয় বা তেলযুক্ত হয়ে জমে থাকে, তাহলে ডিটারজেন্ট এবং গরম জলের মিশ্রণই হল সবচেয়ে কার্যকরী উপায়। এর জন‍্য প্রয়োজন গরম জল, ডিটারজেন্ট বা ডিশওয়াশ লিকুইড, বালতি, ব্রাশ বা ঝাড়ু পরিষ্কারের জন‍্য। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)