আরও পড়ুন: ফসল রক্ষা করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল দুই কৃষকের
মালদহের পুখুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায় রাজ্য সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম পাতানু শেখ মাদিয়া ঘাট এলাকারই বাসিন্দা। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফিরছিলেন। তখন রাস্তা পারাপারের সময় একটি লরি বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা মারে ওই বৃদ্ধকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় বাসিন্দা শেখ মইদুল বলেন, সকাল বেলা হঠাৎ দুর্ঘটনার খবর জানতে পারি। মৃত ব্যক্তির বাড়ি এই গ্রামেই। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তাঁকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয়। লরির চাকায় পিষ্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেহটি। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে, যদিও চালক পলাতক।
হরষিত সিংহ