গোপাল সূত্রধর, মালদহ: নতুন বছরের দ্বিতীয় দিনেই ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের। মোটরবাইক এবং টোটোর সংঘর্ষে মৃত্যু তিনজনের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা জাবরা এবং রাঢ়িয়ালের মাঝে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে দুইজন যুবক এবং একজন মহিলা। মৃত দুই যুবকের নাম ভলু দাস এবং কৌশিক শর্মা, মৃতদের বাড়ি রামনগর এলাকায়। অন্য দিকে, মৃত মহিলার নাম বুলি ঠকদার, তার বাড়ি কাপাইচণ্ডী এলাকায়। দুর্ঘটনার সময় দ্রুত চালাচ্ছিল বাইকটি, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোয়। মহিলা ছিটকে পাশের খাদে পড়ে যান।
advertisement
আরও পড়ুন: ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? রাজ্য নির্বাচন কমিশনকে জবাব দিল রাজ্য
মৃত মহিলার পুত্র অনুপ ঠকদারকে এই নিয়ে জিজ্ঞস করা হলে তিনি জানান, দুর্ঘটনার সময় তার পরিবারের অনেক সদস্যই টোটোয় ছিল। পরিবারের বাকি সদস্যদের তেমন আঘাত না লাগলেও মৃত্যু হয় বুলি ঠকদার নামের ওই মহিলার। তিনি মেয়ের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথেই তার টোটোর সঙ্গে বাইকেই সংঘর্ষ হয়।
এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে গতকালই নতুন মোটরবাইক কিনেছিল মৃতদের মধ্যে এক যুবক। আর আজ, অর্থাৎ শুক্রবারই দুর্ঘটনায় মৃত্যু হল সেই যুবকের। দুর্ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে সামনে ভিড় জমান পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কী ভাবে
