Election Commission: ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? রাজ্য নির্বাচন কমিশনকে জবাব দিল রাজ্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
এসআইআরের শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে জমা দিচ্ছেন। এই নিয়ে রাজ্যকে চিঠি লিখেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবার সেই চিঠির উত্তর দিল রাজ্য।
কলকাতা: এসআইআরের শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে জমা দিচ্ছেন। এই নিয়ে রাজ্যকে চিঠি লিখেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবার সেই চিঠির উত্তর দিল রাজ্য।
advertisement
advertisement
রাজ্যের থেকে মূলত জানতে চাওয়া হয়েছিল, ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে সেই চিঠির জবাব দিল রাজ্য। রাজ্য জানিয়েছে, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলাশাসকদের হাতে।
advertisement
১৯৯৯ সালের পর থেকে এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয় এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক বা এসডিওদের হাতে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠির উত্তর দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালকে।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি পর্বে একাধিক ভোটার ডোমিসাইল সার্টিফিকেট জমা দিচ্ছেন। মূলত এই ডমিসাইল সার্টিফিকেটকে স্থানী ঠিকানা পত্র হিসাবেই জমা দিচ্ছেন শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার। তার জেরেই এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা কাদের রয়েছে তা রাজ্যের থেকে জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে ডোমিসাইল সার্টিফিকেট এসআইআরের শুনানিতে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 6:25 PM IST










