আরও পড়ুন: সরকার তৈরি করছে ভেষজ আবির! কোথায় পাওয়া যাবে দেখুন
এই মর্মান্তিক দুর্ঘটনার পর শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে যায় কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের উপর। ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেল আরোহী রাস্তার ধার ঘেঁষেই যাচ্ছিলেন। কোচবিহারের দিক থেকে আসা এক পণ্য বোঝাই ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে মাথা চূর্ণ হয়ে যায় সাইকেল আরোহীর। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। এদিকে মৃত ওই সাইকেল আরোহীর পরিচয় জানতে পারা যায়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকছি। তবে তাঁর পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে ঘাতক ওই পণ্যবাহী ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সার্থক পণ্ডিত