TRENDING:

Jalpaiguri News: দেখে বোঝার উপায় নেই নদী না ডাম্পিং গ্রাউন্ড! চরম সংকটে কুমলাই নদী

Last Updated:

jalpaiguri Kumlai River became a Dumping Ground: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনিয়তার বার্তা দেন পরিবেশপ্রেমীরা। কিন্তু কোথায় কী! শহরের এক এক জায়গায় চোখে পড়ে নোংরা নদীর পাড় আর নোংরা নদীর জল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার বার্তা দেন পরিবেশপ্রেমীরা। কিন্তু কোথায় কি? শহরের একধিক জায়গায় চোখে পড়ে নোংরা নদীর পার আর নোংরা নদীর জল। এমনই চিত্র দেখা গেল ধূপগুড়িতে। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা কুমলাই নদী নোংরা আবর্জনা দিয়ে ভরাট। এটি নদী নাকি ডাম্পিং গ্রাউন্ড বোঝা বড় দায়! নদীটি কার্যত বুজে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। একদিকে দূষিত হচ্ছে নদী, ছড়াচ্ছে দুর্গন্ধ। সব দেখেও যেন চুপ পৌরসভা এবং প্রশাসন।
advertisement

দীর্ঘদিন থেকে কুমলাই নদীতে ফেলা হচ্ছে আবর্জনা, প্লাস্টিক, বোতল,মৃত গবাদি পশু সহ যাবতীয় আবর্জনা। বর্তমানে নদীর গতিপথ স্তব্ধ। একদিকে যেমন দূষণ রোগ কুমলাই নদীর জলজ বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে। অন্যদিকে, দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। দুর্গন্ধের জন্য আশেপাশের অনেক দোকানে আসতে চায় না খদ্দের। মাঝেমধ্যেই নোংরা আবর্জনা স্তূপে আগুন লেগে যাচ্ছে। বাধ্য হয়ে ছুটে আসতে হচ্ছে দমকলকে। রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দোকান ভস্মীভূত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় কাটাচ্ছে আশেপাশের ব্যবসায়ীরাও।

advertisement

ব্যবসায়ীদের অভিযোগ, সমস্ত নোংরা আবর্জনা নদীতে ফেলা হচ্ছে , শুধু নদী নয় কুমলাই ব্রিজের ওপর ফুটপাত এখন আবর্জনার দখলে। সেজন্য প্রাণের ঝুঁকি নিয়ে মুখে কাপড় দিয়ে ব্যস্ততম এশিয়ান হাইওয়ের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে পথ চলতি মানুষদের। কুমলাই নদীর দূষণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। তবুও হাল ফেরেনি নদীর।

আরও পড়ুনঃ Biryani: বিরিয়ানির হাঁড়িতে আটা কেন থাকে? কারণ জানলে অবাক হবেন

advertisement

View More

পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং- এর কথায়,”পুরসভার তরফে কেউ নদীতে আবর্জনা ফেলে না। রাতের অন্ধকারে কেউ চুপিসারে আবর্জনা ফেলে যাচ্ছে। নদীতে আবর্জনা যাতে না ফেলে সেজন্য পৌরসভা কড়া পদক্ষেপ নিয়েছে।” দ্রুত নদী পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। তবে কবে বন্ধ হবে নদীতে নোংরা আবর্জনা ফেলা?কুমলাই নদী কবে ফিরে পাবে প্রাণ? সেটাই এখন বড় প্রশ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: দেখে বোঝার উপায় নেই নদী না ডাম্পিং গ্রাউন্ড! চরম সংকটে কুমলাই নদী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল