দীর্ঘদিন থেকে কুমলাই নদীতে ফেলা হচ্ছে আবর্জনা, প্লাস্টিক, বোতল,মৃত গবাদি পশু সহ যাবতীয় আবর্জনা। বর্তমানে নদীর গতিপথ স্তব্ধ। একদিকে যেমন দূষণ রোগ কুমলাই নদীর জলজ বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে। অন্যদিকে, দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। দুর্গন্ধের জন্য আশেপাশের অনেক দোকানে আসতে চায় না খদ্দের। মাঝেমধ্যেই নোংরা আবর্জনা স্তূপে আগুন লেগে যাচ্ছে। বাধ্য হয়ে ছুটে আসতে হচ্ছে দমকলকে। রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দোকান ভস্মীভূত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় কাটাচ্ছে আশেপাশের ব্যবসায়ীরাও।
advertisement
ব্যবসায়ীদের অভিযোগ, সমস্ত নোংরা আবর্জনা নদীতে ফেলা হচ্ছে , শুধু নদী নয় কুমলাই ব্রিজের ওপর ফুটপাত এখন আবর্জনার দখলে। সেজন্য প্রাণের ঝুঁকি নিয়ে মুখে কাপড় দিয়ে ব্যস্ততম এশিয়ান হাইওয়ের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে পথ চলতি মানুষদের। কুমলাই নদীর দূষণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। তবুও হাল ফেরেনি নদীর।
আরও পড়ুনঃ Biryani: বিরিয়ানির হাঁড়িতে আটা কেন থাকে? কারণ জানলে অবাক হবেন
পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং- এর কথায়,”পুরসভার তরফে কেউ নদীতে আবর্জনা ফেলে না। রাতের অন্ধকারে কেউ চুপিসারে আবর্জনা ফেলে যাচ্ছে। নদীতে আবর্জনা যাতে না ফেলে সেজন্য পৌরসভা কড়া পদক্ষেপ নিয়েছে।” দ্রুত নদী পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। তবে কবে বন্ধ হবে নদীতে নোংরা আবর্জনা ফেলা?কুমলাই নদী কবে ফিরে পাবে প্রাণ? সেটাই এখন বড় প্রশ্ন।
সুরজিৎ দে