প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার ন। বর্ষা এলেই এখানকার গ্রামগুলিতে কার্যত আতঙ্ক পড়ে যায়। বসবাসকারী মানুষদের মনে আতঙ্ক বাসা বাঁধে, কখন জানি বসতবাড়ি ,ফসলি জমি ভিটেমাটি নদীগর্ভে চলে যায়।এলাকাবাসীরা জানান, রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটেমাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। চোখের সামনে অসহায়ের মত এই দৃশ্য দেখেও আটকানোর উপায় নেই। শুধু তাই নয় এই এলাকার মেয়েদেরও বিয়ে আটকে যায় এই নদী ভাঙনের কারণে।
advertisement
আরও পড়ুন: বর্ষা আসতেই নদী ভাঙন শুরু, তলিয়ে যাচ্ছে একের পর এক চাষের জমি
চার বিঘা বাঁধের জমি এখন তীব্র ভাঙনের কবলে পড়েছে। প্রতিবারই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এ বার বাঁধ সংস্কার করা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ। বাড়ি-ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমিও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রবল আতঙ্কে এই এলাকার হাজার হাজার মানুষ। ভবিষ্যৎ কী সেটা বড়ই অস্পষ্ট তাঁদের কাছে।
পিয়া গুপ্তা