TRENDING:

Gold Medal in Walking: নুন আনতে পান্তা ফুরোয় সংসারে! মেয়ে তো সোনার, জাতীয় স্তরে হেঁটে সোনার মেডেল জয় সপ্তমীর

Last Updated:

Malda News:রিকশা চালকের মেয়ে পূর্বাঞ্চলের সেরা! হেঁটে স্বর্ণপদক জয় করে নজির, পরিবারের অর্থিক অনটন লেগেই রয়েছে। সেখান থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর। তারপরেও খেলাধুলোয় নজরকাড়া সাফল্য সপ্তমীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রিকশা চালিয়ে কোনও ক্রমে সংসার সামলান বাবা। সেই ঘরের ছোট্ট মেয়ের হেঁটে সোনা জয়, স্বপ্ন দেখাচ্ছে পরিবারকে। তিন হাজার মিটার হেঁটে পূর্বাঞ্চলে সেরা একাদশ শ্রেণির স্কুল ছাত্রী সপ্তমী সিংহ। সুযোগ মিলেছে জাতীয় স্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। পরিবারের অর্থিক অনটন লেগেই রয়েছে। সেখান থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর। তারপরেও খেলাধুলোয় নজরকাড়া সাফল্য সপ্তমীর।
advertisement

খুব ছোট থেকেই খেলাধুলায় ভাল সপ্তমী। স্কুলস্তর থেকেই একাধিক সাফল্য পেয়েছে। এর আগে জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিল। এই বছরেও পূর্বাঞ্চল অ্যাথলেটিক্স মিটে নজরকাড়া সাফল্য। উড়িষ্যায় অনুষ্ঠিত হয়েছিল ৩৫ তম পূর্বাঞ্চল অ্যাথলেটিক্স মিট। সেখানেই তিন হাজার মিটার অংশগ্রহণ করেছিল মালদহের সপ্তমী সিংহ। বাড়ি হবিবপুর ব্লকের আইহোতে।

আরও পড়ুন – IPL 2025 Mega Auction: সিএসকে-র তরুপের তাসকে ছিনিয়ে আনার ভাবনা কেকেআরের, কোন বিদেশিকে হঠিয়ে এই তরুণে বাজি ধরবে নাইট ম্যানেজমেন্ট

advertisement

বাবা গোবর্দ্ধন সিংহ। পেশায় রিক্সা চালক। সেই পরিবারের ছোট মেয়ে সপ্তমী। আর্থিক অনটন থাকলেও খেলাধুলা চালিয়ে যেতে চায় সপ্তমী। আগামীতে অলিম্পিক খেলার স্বপ্ন দেখছে মালদহের এই খুদে অ্যাথলেটিক্স। ইতিমধ্যে মালদহে প্রশিক্ষণ নিচ্ছে। মালদহ জেলা ক্রিয়া সংস্থার মাঠেও মাঝেমধ্যে প্রশিক্ষণ নেয়। সপ্তমী সিংহ বলে, পূর্বাঞ্চল মিটে তিন হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা পেয়েছি আমার খুব ভাল লাগছে। আগামীতে অলিম্পিক খেলার ইচ্ছা রয়েছে।

advertisement

View More

বাবা রিকশাচালক। পরিবারে অনটন থাকার সত্বেও আমার খেলাধুলায় সাহায্য করছে। পূর্বাঞ্চল অ্যাথলেটিক্স মিটে শুধুমাত্র সপ্তমী নয়, মালদহের আরও বেশ কয়েকজন পদক জয় করেছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল তারা। তাদের এমন সাফল্যে খুশি কোচ অসিত পাল সহজ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Harshit Singha

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gold Medal in Walking: নুন আনতে পান্তা ফুরোয় সংসারে! মেয়ে তো সোনার, জাতীয় স্তরে হেঁটে সোনার মেডেল জয় সপ্তমীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল