গত ৬ অক্টোবর ভুটান, সিকিমের পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টিতে প্লাবিত হয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। প্রবল জলের স্রোতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, পাশাপাশি মৃত্যু হয়েছে একাধিক বন্যপ্রাণীরও। জলঢাকা নদীর স্রোতে ভেসে যায় একটি গণ্ডার, বাইসন ও হরিণ।
আরও পড়ুনঃ আসানসোলে হচ্ছেটা কী! বাঁশি বাজলেই বাচ্চারা যা করছে…! খুশি মা-বাবা থেকে শিক্ষক সকলে
advertisement
প্রাথমিকভাবে বন দফতরের ধারণা ছিল, কেবল একটি গণ্ডারই মারা গিয়েছে। কিন্তু বাংলাদেশের নদী থেকে একশৃঙ্গ গণ্ডারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চিন্তা বেড়েছে। তাঁদের অনুমান, গণ্ডারটি সম্ভবত গরুমারা জাতীয় উদ্যানের ছিল। বন্যার স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায় বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, দুর্গাপুজো মিটতেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উত্তরবঙ্গ। একাধিক মানুষের প্রাণহানি হয়েছে, রেহাই পায়নি বন্যপ্রাণীরাও। এবার বাংলাদেশে উদ্ধার হল উত্তরবঙ্গের গণ্ডারের মৃতদেহ। এই ঘটনায় নতুন করে চিন্তায় পড়েছে বন দফতর।