TRENDING:

Rhino Death: উত্তরবঙ্গ বিপর্যয়ের শিকার! বাংলাদেশ থেকে উদ্ধার ভারতের গণ্ডারের মৃতদেহ, বাড়ছে বন দফতরের চিন্তা

Last Updated:

Rhino Death: গত ৬ অক্টোবর ভুটান, সিকিমের পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টিতে প্লাবিত হয় জলপাইগুড়ির বহু এলাকা। জলঢাকা নদীর স্রোতে ভেসে যায় একটি গণ্ডার, বাইসন ও হরিণ। এবার বাংলাদেশ থেকে উদ্ধার হল একটি গণ্ডারের মৃতদেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ বাংলাদেশে উদ্ধার উত্তরবঙ্গের গণ্ডারের মৃতদেহ। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এবার বন্যার স্রোতে ভেসে যাওয়া এক গণ্ডারের মৃতদেহ ওপার বাংলায় উদ্ধার হল। প্রতিবেশী দেশ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙামারী এলাকার দুধকুমার নদী থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। বুধবার স্থানীয় প্রশাসন গণ্ডারটির নিথর দেহ উদ্ধার করে।
গণ্ডারের মৃতদেহ উদ্ধার | বক্সে প্রতীকী ছবি
গণ্ডারের মৃতদেহ উদ্ধার | বক্সে প্রতীকী ছবি
advertisement

গত ৬ অক্টোবর ভুটান, সিকিমের পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টিতে প্লাবিত হয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। প্রবল জলের স্রোতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, পাশাপাশি মৃত্যু হয়েছে একাধিক বন্যপ্রাণীরও। জলঢাকা নদীর স্রোতে ভেসে যায় একটি গণ্ডার, বাইসন ও হরিণ।

আরও পড়ুনঃ আসানসোলে হচ্ছেটা কী! বাঁশি বাজলেই বাচ্চারা যা করছে…! খুশি মা-বাবা থেকে শিক্ষক সকলে

advertisement

প্রাথমিকভাবে বন দফতরের ধারণা ছিল, কেবল একটি গণ্ডারই মারা গিয়েছে। কিন্তু বাংলাদেশের নদী থেকে একশৃঙ্গ গণ্ডারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে চিন্তা বেড়েছে। তাঁদের অনুমান, গণ্ডারটি সম্ভবত গরুমারা জাতীয় উদ্যানের ছিল। বন্যার স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায় বলে সূত্রের খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা
আরও দেখুন

প্রসঙ্গত, দুর্গাপুজো মিটতেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উত্তরবঙ্গ। একাধিক মানুষের প্রাণহানি হয়েছে, রেহাই পায়নি বন্যপ্রাণীরাও। এবার বাংলাদেশে উদ্ধার হল উত্তরবঙ্গের গণ্ডারের মৃতদেহ। এই ঘটনায় নতুন করে চিন্তায় পড়েছে বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhino Death: উত্তরবঙ্গ বিপর্যয়ের শিকার! বাংলাদেশ থেকে উদ্ধার ভারতের গণ্ডারের মৃতদেহ, বাড়ছে বন দফতরের চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল