অভিযোগ, মৃতার সঙ্গে উজ্জ্বলের দীর্ঘদিনের সম্পর্ক। কয়েকদিন আগে মালদহে আসেন আরজি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রী। একটি হোটেলেই ছিলেন তিনি এবং উজ্জ্বল। সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক পড়ুয়া। সম্ভবত এমন কিছু তাঁকে খাওয়ানোর জেরেই এই পরিস্থিতি তৈরি হয়।
advertisement
এরপরেই অসুস্থ ছাত্রীকে প্রথমে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে। সেখান থেকে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। পথেই মৃত্যু হয় তাঁর। এরপরেই ইংরেজবাজার থানায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।
এরপরেই সকালে মৃতার প্রেমিককে টানা কয়েক ঘণ্টা জেরার পর আটক করে মালদহ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় উজ্জ্বল সোরেনের জড়িত থাকার বেশ কিছু নির্দিষ্ট প্রমাণ পুলিশ পেয়েছে বলে সূত্রের খবর। তাঁর বয়ানেও অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। উজ্জ্বল সোরেনকে আদালতে তোলা হয়। আপাতত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।