খানিক সমস্যার সম্মুখীন হলেও ফিরে যাচ্ছেন না রোগীরা। আন্দোলনরত অবস্থায় ধরনা মঞ্চ থেকেই চলছে চিকিৎসা। রোগীদের পাশে যে কোনও পরিস্থিতিতেই যে চিকিৎসকেরা পাশে রয়েছেন তারই প্রমাণ দিল এদিনের মানবিক দৃশ্য।
আরও পড়ুন: হাতে ১ ঘণ্টা, তোলপাড় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়! বাজের সতর্কতা জারি ৩ জেলায়
প্রকৃত দোষীদের কঠোর সাজা চাই! এই আন্দোলন এখন মহানগর পেরিয়ে রাজ্যের প্রতিটি জেলা ও দেশে ছড়িয়ে পড়েছে। এমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক চললেও নন-এমার্জেন্সি পরিষেবায় কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। জলপাইগুড়িতেও চলছে চিকিৎসক ধর্মঘট।
advertisement
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে
বুধবার সকাল থেকেই বন্ধ সমস্ত ওপিডি। টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন। তবে, চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা। খানিকটা হলেও অন্যদিনের তুলনায় হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। এমার্জেন্সিতে রোগীদের দীর্ঘ লাইন।
সুরজিৎ দে