TRENDING:

Reverse Taj Mahal: আগ্রার তাজমহল দেখা হয়নি, এবার ডুয়ার্সেই দেখা যাচ্ছে, তাও আবার উল্টো, দেখুন কী রকম

Last Updated:

Reverse Taj Mahal: ডুয়ার্সে উল্টো তাজমহল! পর্যটকদের নজর কাড়ছে অবাক করা এই নয়া স্থাপত্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শীতের মরশুমে পর্যটকদের জন্যে উপহারের ডালি সাজিয়ে প্রস্তুত উত্তরবঙ্গ। উল্টো ঘরের পর এবার উল্টো তাজমহলের চমক ডুয়ার্সে। ডুয়ার্সে পৌঁছলে এই পর্যটক মুগ্ধ দৃশ্যে অভিভূত হবেন৷  একদিকে সবুজ প্রকৃতি, পাহাড়ি নদীর স্নিগ্ধতা, এবং অপরদিকে শিল্পীদের তৈরি অদ্ভুত এক স্থাপনা—যা দেখে মনে হবে যেন তাজমহলই উলটে দাঁড়িয়ে।
advertisement

এই উল্টো তাজমহলকে ডুয়ার্সের এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে৷  এই উল্টো তাজমহল, কলাবাড়ি এলাকায় রয়েছে৷ যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত। তাজমহল ভারতের সেরা স্থাপত্য৷  আগ্রায় শাহজাহনের তৈরি করা তাজমহল-একসময়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম৷ তবে ডুয়ার্সে যে তাজমহল তৈরি হয়েছে, তা একেবারে ভিন্ন—এই তাজমহলটি পুরোপুরি উল্টো।

আরও পড়ুন – Ind vs Aus: ড্রেসিংরুমে ওঁরা কেউ খুশি নয়, মারাত্মক কথা বের হল সিনিয়রদের মুখ থেকে, ভারতের এ কী হাল

advertisement

স্বাভাবিক তাজমহলের যেখানে বিশাল গম্বুজ মাথার ওপর থাকে, সেখানে এই তাজমহলে তার স্থান নিচে। এছাড়াও রয়েছে একটি আয়না, আর  সেটাতেই আশেপাশের পরিবেশেতার প্রতিফলন দেখা যায়। এই অদ্ভুত ও দুর্দান্ত স্থাপত্য তৈরি করতে সময় লেগেছে ঠিক ১২ মাস। ১২ জন শ্রমিক একেবারে নিপুণভাবে কাজ করে এই নতুন সৃষ্টিতে প্রাণ দিয়েছেন।

View More

প্রকল্পটির দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার জানিয়েছেন, এই উদ্যোগ ডুয়ার্সকে এক নতুন পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সাহায্য করবে। এমনকি কলাবাড়ির ডায়না নদীর তীরে এই তাজমহল, যে কোনও পর্যটকের মনে মুগ্ধতা সৃষ্টি করবে। তাঁদের মতে এটি বিশেষ করে যারা ইতিহাস, সংস্কৃতি বা স্থাপত্যে আগ্রহী তাঁদেরও খুবই ভাল লাগবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Reverse Taj Mahal: আগ্রার তাজমহল দেখা হয়নি, এবার ডুয়ার্সেই দেখা যাচ্ছে, তাও আবার উল্টো, দেখুন কী রকম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল