এই উল্টো তাজমহলকে ডুয়ার্সের এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে৷ এই উল্টো তাজমহল, কলাবাড়ি এলাকায় রয়েছে৷ যা নাগরাকাটা ব্লকের অন্তর্গত। তাজমহল ভারতের সেরা স্থাপত্য৷ আগ্রায় শাহজাহনের তৈরি করা তাজমহল-একসময়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম৷ তবে ডুয়ার্সে যে তাজমহল তৈরি হয়েছে, তা একেবারে ভিন্ন—এই তাজমহলটি পুরোপুরি উল্টো।
আরও পড়ুন – Ind vs Aus: ড্রেসিংরুমে ওঁরা কেউ খুশি নয়, মারাত্মক কথা বের হল সিনিয়রদের মুখ থেকে, ভারতের এ কী হাল
advertisement
স্বাভাবিক তাজমহলের যেখানে বিশাল গম্বুজ মাথার ওপর থাকে, সেখানে এই তাজমহলে তার স্থান নিচে। এছাড়াও রয়েছে একটি আয়না, আর সেটাতেই আশেপাশের পরিবেশেতার প্রতিফলন দেখা যায়। এই অদ্ভুত ও দুর্দান্ত স্থাপত্য তৈরি করতে সময় লেগেছে ঠিক ১২ মাস। ১২ জন শ্রমিক একেবারে নিপুণভাবে কাজ করে এই নতুন সৃষ্টিতে প্রাণ দিয়েছেন।
প্রকল্পটির দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার জানিয়েছেন, এই উদ্যোগ ডুয়ার্সকে এক নতুন পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সাহায্য করবে। এমনকি কলাবাড়ির ডায়না নদীর তীরে এই তাজমহল, যে কোনও পর্যটকের মনে মুগ্ধতা সৃষ্টি করবে। তাঁদের মতে এটি বিশেষ করে যারা ইতিহাস, সংস্কৃতি বা স্থাপত্যে আগ্রহী তাঁদেরও খুবই ভাল লাগবে৷
Surajit Dey