জলপাইগুড়িতে কলেজ ভর্তির ক্ষেত্রে অন্যান্য সংগঠনের তুলনায় ভিড় দেখা গেল বাম সংগঠনের সহায়তা কেন্দ্রে। জলপাইগুড়ি সহ জেলার পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীরা, যারা এ বছর কলেজে ভর্তি হবে তাদের জন্যে বিনামূল্যেই এই পরিষেবা চালু করেছে রেড ভলেন্টিয়ার সদস্যরা। সেখানে সদস্যরা সদা বসে রয়েছে ছাত্র-ছাত্রীদের যে কোন সমস্যা সমাধানে পরিষেবা দেওয়ার জন্য।
যে ছবি অবাক করছে তা হল অন্যান্য দলের সহায়তা কেন্দ্রের তুলনায় চোখে পড়ার মতন ভিড় জমেছে রেড ভলেন্টিয়ারদের সহায়তা কেন্দ্রে। ছাত্র-ছাত্রীদের কী কী নিয়ে যেতে হবে? সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীর এডমিট কার্ড, মার্কশিট এবং এক কপি ছবি নিয়ে যোগাযোগ নম্বর -+91 75508 39868-এতে যোগাযোগ করলেই মিলবে বিনামূল্যে পরিষেবা।
advertisement
আরও পড়ুনঃ India vs England: এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত! ২০০৭ সালের সঙ্গে ৭ মিল, যা অবাক করার মত
ছাত্র-ছাত্রীদের যে কোনও অসুবিধায় পাশে দাঁড়াবে বাম, এমনটাই জানালো বামফ্রন্ট ছাত্র সংগঠন। আপাতত, জলপাইগুড়ি কদমতলা মোড়ে এবিটিএ হলে চলছে বিনা পয়সায় এই অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া। বাম সংগঠনের এতো ভাল পরিষেবা পেয়ে খুশি সদ্য কলেজের পথে পা দেওয়া ছাত্রছাত্রীরাও।
সুরজিৎ দে