TRENDING:

চা বাগানের ম্যানেজারদের হাতে ধরানো হচ্ছে চার্টার্ড অফ ডিমান্ড! কী এই 'চার্টার্ড অফ ডিমান্ড'? জানুন

Last Updated:

চা বাগানে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিটি চা বাগানের ম্যানেজারকে দেওয়া হচ্ছে  চার্টার্ড অফ ডিমান্ড। এই দাবিপত্রে বিশেষ স্থান করেছে শূন্য পদ পূরণ করার বিষয়টি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: চা বাগানে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিটি চা বাগানের ম্যানেজারকে দেওয়া হচ্ছে চার্টার্ড অফ ডিমান্ড। এই দাবিপত্রে বিশেষ স্থান করেছে শূন্য পদ পূরণ করার বিষয়টি।
advertisement

কী এই চার্টার্ড অফ ডিমান্ড? জানেন। মূলত এটি একটি দাবি পত্র। যা কোনও সময় শ্রমিক আবার কখনও শ্রমিক সংগঠনের মাধ্যমে দেওয়া হয় চা বাগান কর্তৃপক্ষের কাছে। এদিন থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের কাছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই দাবিপত্র পেশ করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ভগবান রক্ষা করো!’ জাতীয় সড়কে কাঠফাটা রোদে দাঁড়িয়ে যুবকের প্রার্থনা, জানুন আসল ঘটনা

advertisement

View More

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে রয়েছে ১৯ টি চা বাগান। এর আগে এই দাবিপত্র দেওয়া হয়েছে বিচ এবং ডিমা চা বাগানে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, প্রতিটি চা বাগানে শ্রমিকদের একাধিক সমস্যা আছে, সেই সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে। তবে সবচাইতে বড় সমস্যা, চা বাগানের শূন্যপদ পূরণ করা হচ্ছে না। যার ফলে শ্রমিক সমস্যা থেকে যাচ্ছে। কোনও কোনও চা বাগানে পাঁচ বছর বা তার অধিক সময় ধরে শ্রমিক, কর্মী নেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে চা বাগানের কাজকর্ম যারফলে ক্ষতির মুখ দেখছে। এই সমস্যা মিটে গেলে চা বাগানে কাজের গতি আসে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বীরেন্দ্র ওরাও আরও জানান, “চা বাগানে সমস্যা প্রচুর। তবে নতুন করে কর্মী নিয়োগ না করাটা বড় সমস্যা। এই সমস্যা সমাধান একমাত্র কর্তৃপক্ষ করতে পারে। দাবিপত্রে প্রথমেই আমরা এই বিষয়ে জোর দিচ্ছি।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চা বাগানের ম্যানেজারদের হাতে ধরানো হচ্ছে চার্টার্ড অফ ডিমান্ড! কী এই 'চার্টার্ড অফ ডিমান্ড'? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল