বুধবার ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কার্ডগুলি বিলি না করে কেউ বা কারা এখানে ফেলে দিয়ে গিয়েছে বলে অভিযোগ। শুধু মাঝিয়ালি এলাকার কার্ড নয়, চোপড়া ব্লকের বেশ কিছু এলাকার কার্ড রয়েছে বলে জানা গিয়েছে। গতকালকেই এলাকার কচিকাঁচাদের নজরে পড়তেই প্যাকেট ছিঁড়ে কার্ডগুলি নিয়ে যেতে দেখেছে অনেকেই। প্রশ্ন উঠছে এত পরিমাণ রেশন কার্ড বিলি না করে কেন এখানে ফেলে দেওয়া হল? কে বা কারা এই কার্ডগুলি পোস্ট অফিস থেকে এনে এখানে ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: সৌভাগ্য ফেরাতে আজ কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা
এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি চোপড়া ফুড সাপ্লাই আধিকারিক ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। কারণ এই রেশন কার্ডগুলি পোস্ট অফিস থেকে বিলি করার কথা। কিন্তু সেখানে কী করে এল তা তদন্ত করে দেখার জন্য প্রশাসনকে বলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: আজ কৌশিকী অমাবস্যা, ভোররাত থেকে তারাপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
অন্যদিকে, চোপড়া ফুড সাপ্লাইয়ের আধিকারিককে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এই রেশন কার্ডগুলি পোস্ট অফিস থেকে বিলি করার কথা। তবে সেখানে গিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখবেন বলে জানান।
চঞ্চল মোদক