Kaushiki Amavasya 2023: সৌভাগ্য ফেরাতে আজ কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা

Last Updated:
Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে।
1/8
ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
advertisement
3/8
জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
advertisement
4/8
অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
advertisement
5/8
অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
advertisement
6/8
কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
advertisement
7/8
একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে।
একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে।
advertisement
8/8
এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement