করোনার কারণে কয়েকবছর রথযাত্রায় ইসকন রথযাত্রা সেভাবে করে উঠতে পারেনি। তবে গত বছর আলাদা করে মাসির বাড়ি তৈরি করে দৃষ্টি আকর্ষণ করেছিল ইসকন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথ মাসির বাড়িতে গিয়ে ছিল কয়েকদিন। এবারে একটু অন্য রকম চিন্তাভাবনা করছেন ইসকন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাত পোহালেই ফের বৃষ্টির দাপট! ভাসবে উত্তরের একাধিক জেলা! রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
advertisement
আগামী জুলাই মাসের ৭ তারিখ রথযাত্রা অনুষ্ঠিত হবে। তাই এবছর কোনওরকম খামতি রাখতে চাইছে না ইসকন কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
এদিন ইসকন মন্দিরের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, “আজকে আমাদের রথযাত্রার প্রস্তুতি পর্বের সূচনা হল। আগামী ৭ জুলাই অনুষ্ঠিত রথযাত্রার জন্য আজ থেকে শিলিগুড়িতে রথ তৈরির কাজ শুরু হল। ইসকন মন্দিরের পুরোহিতরা আজ রথযাত্রা নির্মাণ কাজ পুজো আর্চার মাধ্যমে শুরু করলেন। পূজার পাশাপাশি নারকেল ভেঙে রথ নির্মাণের কাজ শুরু হয়। এছাড়া কীর্তন হয়। রথের দিন প্রতি বছরের মতো এবছরও তিনটি রথ বের করা হবে। এবার আবার শিলিগুড়িবাসী শহরের রাস্তায় রথযাত্রা দেখতে পারবেন।
অনির্বাণ রায়