TRENDING:

Rare Tortoise Died: মর্মান্তিক! গাড়ি চাপা পড়ে বিরল প্রজাতির কচ্ছপের মৃত্যু

Last Updated:

Rare Tortoise Died: রবিবার সকালে রাস্তার উপরে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় বিরল প্রজাতির এক কচ্ছপের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানেশ্বর: কোচবিহারের বাণেশ্বর এলাকায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক বিরল প্রজাতির কচ্ছপের। দুর্লভ প্রজাতির এই কচ্ছপ মূলত পরিচিত ‘ব্ল্যাক সফট শেল টারটেল’ হিসেবে। রবিবার সকালে বানেশ্বরের জলের ট্যাঙ্কি সংলগ্ন রাস্তার উপরে গাড়ির চাপা পড়ে কচ্ছপটির মৃত্যু হয়।
ব্ল্যাক শেল টরটয়েজ
ব্ল্যাক শেল টরটয়েজ
advertisement

ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ‘কোচবিহারের স্থানীয় মানুষেরা এই ধরনের কচ্ছপকে মোহন রূপে পুজো করে থাকে। কোচবিহার বানেশ্বর শিব মন্দিরের পুকুরে এই কচ্ছপকে পুজো করা হয়ে থাকে।’

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

কোচবিহারে এক স্বেচ্ছাসেবী অর্ধেন্দু বণিক জানান, “এই এলাকার রাস্তার উপর কচ্ছপ পারাপারের এলাকা হিসেবে সংকেত দেওয়া রয়েছে। তবে অধিকাংশ সময় গাড়ির চালকেরা সেই সংকেতটি এড়িয়ে যান। আর তখনই ঘটে বিপত্তি। মূলত এদিন সকালে দিকে এই এলাকার স্থানীয় বাসিন্দারা একটি মোহনকে রাস্তায় মৃত অবস্থায় দেখতে পান। পথ দুর্ঘটনায় আবারও একটি মোহনের মৃত্যু ঘটেছে।

advertisement

View More

আরও পড়ুন: খোসা-সহ আপেল খেলে কী হয়? খোসা ছাড়িয়ে খাওয়া কি উপকারী! জানুন কোনটা খাওয়া ভাল

এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের কাছে খবর পাঠানো হয়েছে। বন দফতরের সূত্রের জানানো হয়েছে, মৃত ওই মোহনটির দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। দ্রুত এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে। এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

advertisement

পথ দুর্ঘটনায় মোহনের মৃত্যুর বিষয়ে বানেশ্বর মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল জানান, “জেলা প্রশাসনের চরম উদাসিনতার কারণেই কচ্ছপগুলির একের পর এক এভাবে মৃত্যু ঘটছে। একাধিকবার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও জেলা প্রশাসন কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। চলতি মাসে পথ দুর্ঘটনায় বানেশ্বরে এই নিয়ে ছয়টি মোহনের মৃত্যু হল। দ্রুত এই বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rare Tortoise Died: মর্মান্তিক! গাড়ি চাপা পড়ে বিরল প্রজাতির কচ্ছপের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল