স্থানীয় মৎস্যজীবী সাহিল প্রতিদিনের মতো গতকাল রাতেও তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তবে জাল টানতেই মাছের সঙ্গে উঠে আসে একটি ছোট্ট কচ্ছপ। প্রথমে বাড়িতে এনে একটি গামলায় রেখে দেন তিনি। পরে সকালে যোগাযোগ করেন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির সঙ্গে।
আরও পড়ুনঃ স্কুল বাসের সঙ্গে বালিবোঝাই ট্রাকের সংঘর্ষ! শিশুদের কান্নার আওয়াজ…! ভরদুপুরে বিরাট দুর্ঘটনা
advertisement
খবর পেয়ে সংস্থার সম্পাদক অংকুর দাস বাড়িতে পৌঁছন। বন দফতরের সঙ্গে কথা বলে কচ্ছপ ছানাটিকে তিস্তা সংলগ্ন করলার জলে ছেড়ে দেওয়া হয়। এদিকে কচ্ছপ দেখতে সাহিলের বাড়িতে ভিড় জমিয়েছিলেন আশেপাশের মানুষ। কেউ কেউ টাকার প্রলোভন দেখিয়ে কচ্ছপটি কিনতে চাইলেও সাহিল দৃঢ়ভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, এটি প্রকৃতির ধন। বিক্রি করার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানান, সাড়ে দশটা নাগাদ আমি খবর পাই, সদর ব্লকের কাঁদো বাড়ি এলাকায় একটি বাড়িতে বিরল কচ্ছপের ছানা রয়েছে। আমি তৎক্ষণাৎ গিয়ে সেই কচ্ছপের ছানাটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দফতরের সঙ্গে কথা বলি। তাঁকে পুনরায় নিজের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।